Jyotipriya Mullick: পার্থর মতো বালুর জন্যও বিশেষ গাড়ি, বৈষম্য করলেন না মমতা, গলার ফাঁস হবে না তো?

ইডি হেফাজত শেষে রবিবার রেশন দুর্নীতিকাণ্ডে ED-র হাতে গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। আর জেলযাত্রায় পার্থর ঠিকানাতেই ঠাঁই হয়েছে জ্যোতিপ্রিয়র। তবে ইডি হেফাজত থেকে জেল হেফাজতে যেতেই বালুর জন্য মমতার প্রশাসনের আয়োজন দেখে প্রশ্ন উঠছে, পার্থর মতো গলার ফাঁস হবে না তো আড়ম্বর?

রবিবার সন্ধ্যায় ব্যাঙ্কশাল আদালতের নির্দেশের পর জ্যোতিপ্রিয়কে প্রেসিডেন্সি জেলে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ। সেখানেই রয়েছেন শিক্ষা নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার তৃণমূলের বহিষ্কৃত মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও। আর ঠিক যে ভাবে পার্থকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল একই ভাবে জেলে নিয়ে যাওয়া হল বালুকেও।

অন্যান্য বন্দিদের মতো প্রিজন ভ্যানে নয়, এদিন জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে নিয়ে যাওয়ার জন্য আদালতের সামনে হাজির হয় কলকাতা পুলিশের একটি টাটা সুমো গাড়ি। ইডি হেফাজত থেকে কলকাতা পুলিশের হেফাজতে আসতেই যাবতীয় দুর্বলতা কেটে যায় বালুর। আদালতের বাইরে পা রেখেই সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ইডি হেফাজত থেকে মুক্ত হলাম, জেল হেফাজতে যাচ্ছি। যা বলেছে সব পরে দেখা যাবে। আগে যাই। এদিন জ্যোতিপ্রিয়কে কথা বলতে কোনও বাধা দেয়নি পুলিশ। মন্ত্রীমশাইয়ের বক্তব্য শেষ হওয়ার অপেক্ষা করতে থাকেন উপস্থিত পুলিশ আধিকারিকরা। এর পর আরও ২ পা হেঁটে পুলিশের টাটা সুমো গাড়িতে ওঠেন জ্যোতিপ্রিয়। কিন্তু গাড়ি জেলের উদ্দেশে রওনা দেয়নি। প্রায় মিনিটখানেক গাড়ি দাঁড়িয়ে থাকে। গাড়ির জানলা দিয়ে মন্ত্রী নিজের আইনজীবী ও নিজের বিধানসভা কেন্দ্র হাবরার কয়েকজন তৃণমূল নেতার সঙ্গে কথা বলেন। এর পর গন্তব্যের উদ্দেশে রওনা দেয় গাড়ি।

ঠিক একই ভাবে পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশের জন্যও বিশেষ গাড়ি ব্যবহার করতে দেখা গিয়েছিল কলকাতা পুলিশকে। যাকে হাতিয়ার করে পার্থর জামিন রুখে দিয়েছে ইডি। আদালতে ইডির আইনজীবীরা সওয়াল করে বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায় এতটাই প্রভাবশালী যে এই মামলায় অন্য অভিযুক্তদের প্রিজন ভ্যানে করে আদালতে পেশ করা হলেও পার্থকে পুলিশের গাড়িতে করে আদালতে আনা হয়। ইডির এই সওয়ালে মন্ত্রিত্ব ও দল থেকে বহিষ্কৃত হয়েও জামিন পাননি পার্থ।