শহরের পরিকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ! এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সঙ্গে ৪০ কোটি মার্কিন ডলারের চুক্তি দিল্লির

এবার শহরগুলিকে ঢেলে সাজানোর পরিকল্পনায় ভারত। আর সেই লক্ষ্যে এবার ৪০ কোটি মিলিয়নের একটি চুক্তিতে আবদ্ধ হল দেশ। ম্যানিলার ব্যাঙ্ক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সঙ্গে এই বিপুল অঙ্কের চুক্তিকে আবদ্ধ হয়েছে দিল্লি। দিওয়ালির পরই এই উন্নয়নের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শহুরে উন্নয়ন ছাড়াও পরিষেবাগত উন্নয়ন, উন্নত সরকারি সিস্টেমও রয়েছে এই প্রজেক্টের আওতায়।

এই চুক্তির আওতায়, দেশের বিভিন্ন খাতে উন্নয়নে ৪০ কোটি মার্কিন ডলারের ঋণ ওই ব্যাঙ্ক থেকে নিচ্ছে ভারত। এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে, ভারতের তরফে অর্থনীতি বিষয়ক সচিব জুহি মুখোপাধ্যায় ও এডিবি ব্যাঙ্কের তরফে ডিরেক্টর তাকেও কোনিশির মধ্যে। এর আগে শহুরে উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের সাব প্রোগ্রাম ওয়ান ও সাব প্রোগ্রাম টু রয়েছে। সাব প্রোগ্রাম ১ এর আওতায় ৩৫০ মার্কিন ডলারের জাতীয় স্তরের নীতি কার্যকরী হয়েছে। যেখানে গাইডলাইন দেওয়া আছে শহুরে উন্নয়নের ব্যাপারে। সাব প্রোগ্রাম টুতে বিনিয়োগের পরিকল্পনা ও সংস্কারমূলক কাজে রাজ্য ও স্থানীয় প্রশাসনের উদ্যোগের কথা বলা হয়েছে। 

এদিকে, এডিবির সঙ্গে ভারতের চুক্তির পর অর্থমন্ত্রকের সচিব জুহি মুখোপাধ্যায় বলেন, শহরকে আরও বেশি বসবাসযোগ্য আর তার পাশাপাশি সেখানে আর্থিক উন্নয়ন গড়ে তোলাই হল লক্ষ্য। সেখানে পোক্ত পরিকাঠামো গড়ে তোলার দিকে তাকিয়ে রয়েছে সরকার। এছাড়াও জানা গিয়েছে, সাব প্রোগ্রাম টু থেকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। তার আওতায় অমৃত ২.০ প্রোগ্রামে জলের সরবরাহ ও পরিচ্ছন্নতার অভিযানের ওপর গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে পরিকল্পনামাফিক নগরায়ন সম্ভব করা যাবে বলে আশা। যার আওতায় জলের অপ্রয়োজনীয় খরচ রোখা, সম্পদকে পুনরায় নতুনভাবে ব্যবহারর করা। ভূগর্ভস্থ জলের সঠিক ব্যবহারের দিকটি দেখাও এই উদ্যোগের আওতায় থাকবে। এছাড়াও এই উদ্যোগে একটি শহরকে বাসযোগ্য করতে যা যা প্রয়োজন তাইই করা হবে। এছাড়াও শহরের সম্পদের কর, শহরের পরিষেবার মান উন্নয়নের দিকেও নজর রাখার উদ্যোগ রয়েছে এই প্রজেক্টের আওতায়। এর হাত ধরে শহরগুলির আর্থিক অবস্থার মানও উন্নত হবে বলে মনে করা হচ্ছে।  

 

 

 

 

 

 

 

 

 

 

 

য়ায়