BGBS 2023: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগের প্রস্তাব কত অঙ্কের? জানালেন মুখ্যমন্ত্রী

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে কত বিনিয়োগ এল? টাকার অঙ্ক নিজেই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে ধনধান্য স্টেডিয়াম থেকে তিনি বলেন,’৩,৭৬,২৮৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে আমাদের।’

প্রসঙ্গত. গতকালই সম্মেলনের প্রথম দিনে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগের আশ্বাস দেন রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ অম্বানী। এছাড়া বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক দেবী শেঠী মাল্টিস্পেশ্যালিটি হাসপাতাল তৈরির জন্য ১০০০ কোটি টাকা বিনিয়োগে আশ্বাস দেন।

এছাড়া জেকে গোষ্ঠী বাংলা ডেয়ারি শিল্প স্থাপণের জন্য ১০০০ কোটি টাকা বিনিয়োগের আশ্বাস দিয়েছ। এই সব আশ্বাস এসেছিল সম্মেলন মঞ্চ থেকে। কিন্তু মুখ্যমন্ত্রী যে হিসাব দিয়েছেন, তাতে ৪ লক্ষ কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে বিনিয়োগ।

(পড়তে পারেন। ‘‌ভারতে কমেছে কর্মসংস্থান, বাংলায় বেড়েছে’‌, বাণিজ্য সম্মেলনে কেন্দ্রকে ধুয়ে দিলেন মমতা)

রাজ্যে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে ব্রিটেন থেকে আসা বাণিজ্য প্রতিনিধি দলও। তারা কৃষি, স্বাস্থ্য এবং পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। এই নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিস।

কেন বাংলায় বিনিয়োগ করা উচিত, তাও এদিন স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,’বাংলাকে আপনাদের ঘর ভাবুন। নিরাপদ ও স্মার্ট জায়গা। ইসরোতে আমাদের ৪০ জন বিজ্ঞানী গিয়েছেন। বাংলায় প্রচুর মেধা আছে। আপনি যদি এখানে বিনিয়োগ করেন তবে প্রশিক্ষিত কর্মী পাবেন। কলকাতা শিক্ষার হাব, স্বাস্থ্যের হাব। আমাদের কাছে ৩৭৬২৮৮ কোটি টাকা বিনিয়োগ এর প্রস্তাব এসেছে। বেঙ্গল এখন গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন শিল্পের জন্য। আমরা আরও ৪ টি পাওয়ার প্লান্ট তৈরি করতে চলেছি।’

সূত্রের খবর, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ১১৮টি মউ স্বাক্ষর হয়েছে।