‘মোটা ভাই ভোট নাই’ অমিত শাহ আসার আগেই শহর জুড়ে পড়ল তৃণমূলের পোস্টার

আজ ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির মেগা প্রতিবাদ সভা। ইতিমধ্যেই এই সভাকে কেন্দ্র করে মঞ্চের সামনে জেলা থেকে কর্মী-সমর্থকরা জমায়েত করতে শুরু করেছেন। মঙ্গলবার মাঝরাত থেকেই রাজ্যের বিভিন্ন এলাকার বিজেপির কর্মী-সমর্থকরা আসতে শুরু করেছেন। বেলা ২ টোর দিকে সেখানে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। লোকসভা নির্বাচনের আগে দলীয় নেতা কর্মীদের চাঙ্গা করতে বিজেপির এই সভা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। আর এই সভার পালটা পোস্টার ব্যানারে ছয়লাপ করে দিল শাসক দল তৃণমূল কংগ্রেস। তাতে লেখা রয়েছে, ‘মোটা ভাই ভোট নাই’। তাই ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন: Amit Shah Rally Live: শাহি সভার আগে উত্তেজনা ছড়াল ধর্মতলায়, কালা দিবস তৃণমূলের

অমিত শাহ গুজরাটের বাসিন্দা। সাধারণত গুজরাটে বড় ভাইকে ‘মোটা ভাই’ বলা হয়ে থাকে। এই অবস্থায় তৃণমূল কংগ্রেস অমিত শাহকে নিশানা করেই এই পোস্টার লাইগিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন বিজেপির সভা নিয়ে এক্স হ্যান্ডেলে কটাক্ষ করেছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তিনি লিখেছেন, ‘অনেকে আছেন যাদের বিপদে, আপদে, দুঃখে-কষ্টে পাশে পাওয়া যায় না। কিন্তু একবার ফোন করে বলুন যে বাড়িতে খাসির মাংস রান্না হচ্ছে দেখবেন ওরা সবাই চলে এসেছে! বহিরাগত রাজনৈতিক নেতারাও এমনই। বাংলার বিপদে-আপদে এদের দেখা যায় না। উপরন্তু বাংলার হকের টাকা হজম করে নেন। কিন্তু নির্বাচনী মটন খাওয়ার লোভে ভোটের ঠিক আগে আগেই সবার আনাগোনা শুরু হয়।’ তবে বাংলায় তা কাজে দেবে না বলেই সতর্ক করেছেন দেবাংশু ভট্টাচার্য। তিনি লেখেন, ‘এই সব পরিশ্রম বৃথা।’  

তৃণমূলের আইটি সেলের এক নেতার জানান, ভোটের মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করার জন্য এখানে আসছেন ‘মোটা ভাই’ অমিত শাহ। তবে সেই ভোট বিজেপির জন্য নেই বলে তিনি জানান। তা বোঝাতেই শহর জুড়ে পোস্টার এবং ব্যানার লাগানো হয়েছে বলে তিনি জানান। অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পোস্টার প্রসঙ্গে বলেন, ‘তৃণমূলের আইটি সেল এসব কাজ করছে। তবে এসব করে জনগণের মুখ বন্ধ করা যাবে না।’ এছাড়া, বিজেপির সভায় আসতে নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সে প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ‘সরকার আমাদের সাহায্য করবে না জানি। তাই বাধা পেরিয়ে আমরা সভায় আসব এবং এই সভার মাধ্যমে গোটা রাজ্যে বার্তা ছড়িয়ে দেওয়া হবে।’