Singur: সিঙুরের মাটিতে প্রথম সরষের বীজ ছড়িয়েছিলেন কে? বার্ষিক পরীক্ষায় এল প্রশ্ন

স্কুলের পাঠ্যসূচিতে আগেই ঢুকেছে সিঙুর আন্দোলন প্রসঙ্গ। তা নিয়ে জোরদার বিতর্কের পরও পিছু হঠেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার সেই সংক্রান্ত প্রশ্ন নিয়ে ব্যঙ্গ বিদ্রুপে ভরে উঠল সোশ্যাল মিডিয়া। সিঙুর গোলাম মোহিনী মল্লিক বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় এমন প্রশ্ন এসেছে যা নিয়ে হাসাহাসি করছেন অনেকে। তবে শিক্ষিকার দাবি, প্রশ্নে ভুল কিছু নেই। তবে সালটা উল্লেখ করতে ভালো হত।

সিঙুরে মেয়েদের অন্যতম ‘ভালো স্কুল’ বলে পরিচিত গোলাপ মোহিনী মল্লিক বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ‘ইতিহাস’ বিষয়ে প্রশ্ন এসেছে, ‘সিঙুরের মাটিতে প্রথম সরষের বীজ ছড়িয়েছিলে কে?’ এই প্রশ্নে আপত্তি জানিয়েছেন অভিভাবকদের একাংশ। বিরোধীরা এই প্রশ্ন তৃণমূলের মস্তিষ্কপ্রসূত বলে সমালোচনা শুরু করেছে। অনেকে আবার বলছেন, সিঙুরের মাটিতে প্রথম কে সরষের বীজ ছড়িয়েছিলেন তা জানতে তো প্রত্নতাত্বিক খনন করতে হবে।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই প্রশ্নপত্রের ছবি। তাতে প্রথম পৃষ্ঠাতেই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে রয়েছে এই প্রশ্নটি। যা দেখে বিজেপির দাবি, ‘সিঙুর আন্দোলন নিয়ে পাঠ্যবইয়ে বিভ্রান্তিকর তথ্য লেখা রয়েছে। আর যাদের নাম রয়েছে তাদের অনেকে এখন জেলে। যার ফলে শিশুদের মনে কুপ্রভাব পড়ছে। আর তা নিয়ে তৃণমূলের চাপে স্কুলের প্রশ্নপত্রে আবার প্রশ্ন করছেন শিক্ষক শিক্ষিকিকারা।’

স্কুলের শিক্ষিকার অবশ্য দাবি, পাঠ্যবইয়ের ‘অতীত ও ঐতিহ্য’ অংশে ওই পাঠটি রয়েছে। ওই অংশ থেকে কোনও রচনাধর্মী প্রশ্ন না আসায় একটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। তবে প্রশ্নে ২০১৬ সালের উল্লেখ থাকলে ভালো হত।

বামেদের দাবি, সিঙুর তো কোনও নতুন গজিয়ে ওঠা জায়গা নয়। লক্ষ লক্ষ বছর ধরে ভাগিরথী পলি সঞ্চয়ের ফলে এই ভূভাগ গড়ে উঠেছে। তাই সিঙুরে কে প্রথম সরষের বীজ ছড়িয়েছিলেন তা জানতে প্রত্নতাত্বিক গবেষণা প্রয়োজন।

তৃণমূলের অবশ্য দাবি, পুরোটাই বিরোধীদের বাড়াবাড়ি। সিলেবাস থেকেই প্রশ্ন এসেছে। সালটা লেখা হয়নি বলে বিদ্রুপ করছে বিরোধীরা।