বঙ্গবন্ধু ও মওলানা ভাসানী স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে চিন্তিত ক্রীড়া পরিষদ

রাজধানী গুলিস্তান সংলগ্ন এলাকায় জাতীয় স্টেডিয়াম রয়েছে দুটি। একটি হলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম অন্যটি মওলানা ভাসানী হকি স্টেডিয়াম। প্রায় সারা বছরই ছিন্নমূল মানুষের আনাগোনা থাকে দুটি স্টেডিয়ামে। শুধু তাই নয়, দুটি স্টেডিয়ামকে মাদকসেবীদের আড্ডাখানাতেও পরিণত হতে দেখা যায় প্রায়। এমন অবস্থায় স্টেডিয়াম দুটির নিরাপত্তা বাড়াতে ঢাকা মেট্রোপলিটন কমিশনারের কাছে চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ(এনএসসি)। অনুলিপি গেছে পল্টন থানাতেও।

দুটি স্টেডিয়ামকে ঘিরে পুলিশ সদস্য বাড়ানোর কথা জানিয়ে এনএসসির পরিচালক(প্রশাসন) শেখ হামিম হোসেন চিঠিতে উল্লেখ করেছেন, ‘বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে, স্টেডিয়ামগুলোর আশপাশে মাদক বেচাকেনা এবং মাদকসেবীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এনএসসির আওতাধীন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও মওলানা ভাসানী স্টেডিয়ামের আশপাশে নিয়মিত টহল পুলিশ আরও বৃদ্ধি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’

একই প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে এই কর্মকর্তা বলেছেন, ‘ইদানীং মাদকসেবীদের আনাগোনা বেড়েছে। এটা আমরা নানানভাবে শুনেছি। তাই ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে আলাদা করে নিরাপত্তারক্ষী নেওয়ার চেষ্টা করেছি। এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।’