‘যা চাইবেন, তা পাবেন না’! বুক ভাঙার যন্ত্রণা এখনও কমেনি অধিনায়কের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তীরে এসেই ডুবেছিল তরী! বিশ্বকাপ ফাইনালে (ICC CWC 2023 Final) উঠেও ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি টিম ইন্ডিয়া (Team India)। গত ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অধরাই থেকে যায় ‘বদলাপুর’। ফাইনালে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত ছয় উইকেটে হেরে যায় প্য়াট কামিন্সের (Pat Cummins) অস্ট্রেলিয়ার কাছে। ষষ্ঠবার বিশ্বসেরা হয় ব্র্যাডম্য়ানের দেশে। প্রায় এক লক্ষ দর্শকের প্রবল শব্দব্রহ্ম মিলিয়ে গিয়েছিল হারের হাহাকারে! খেলা শেষে চোখের জলে মাঠ ছেড়েছিলেন রোহিত। ১৪০ কোটি ভারতবাসী ধরেই নিয়েছিল যে, কপিল দেব, এমএস ধোনির পর দেশের তৃতীয় বিশ্বকাপ জয়ী অধিনায়ক হতে চলেন রোহিতই। কিন্তু টানা ১০ ম্য়াচ জিতে ফাইনালে ওঠা রোহিত বাহিনী ফাইনালেই থেমে গিয়েছিল। রোহিত এবার এক ভিডিয়ো সাক্ষাৎকারে বললেন যে, কতটা কঠিন ছিল ফাইনালের ধাক্কা কাটিয়ে ফেরা।

আরও পড়ুন: Rinku Singh: ‘আমি ক্ষমাপ্রার্থী’! অসাধারণ ইনিংস রিঙ্কুর, তবুও কেন লজ্জিত নাইট নক্ষত্র?

ফাইনালের হারের প্রসঙ্গে রোহিত বলেন, ‘এই ধাক্কা থেকে যে কীভাবে ফিরে আসব, সে সম্পর্কে আমার কোনও ধারণাই ছিল না। কী করব বুঝতেই পারছিলাম না। আমার পরিবার এবং বন্ধুবান্ধবরাই আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছিল। ওরাই আমার চারপাশের জিনিসগুলি বেশ হালকা করে দিয়েছিল, যেটা আমাকে স্বাভাবিক হসে সাহায্য করে। বিশ্বকাপ ফাইনালের হার হজম করা সহজ ছিল না। কিন্তু জীবন তো এগিয়েই যায় এবং আপনাকেও এগিয়ে যেতে হয়। সত্যি বলতে, এটা অত্য়ন্ত কঠিন ছিল এবং এগিয়ে যাওয়া মোটেই এত সহজ ছিল না। আমি সবসময় ৫০ ওভারের বিশ্বকাপ দেখে বড় হয়েছি। আমার কাছে এটাই ছিল চূড়ান্ত পুরস্কার। আমরা এতগুলো বছর ধরে একসঙ্গে কাজ করেছি বিশ্বকাপের জন্য। বিশ্বকাপ না পাওয়া অত্য়ন্ত হতাশাজনক। আপনি যা চাইবেন, তা পাবেন না। খুবই হতাশ হবেন।’

রোহিত বলছেন তাঁর টিমের পক্ষে এর চেয়ে বেশি কিছু করারই আর ছিল না। অধিনায়কের সংযোজন, ‘আমাদের পক্ষ থেকে যা যা করা সম্ভব হয়েছে, তাই করেছি আমরা। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে আমাদের কী ভুল হয়েছিল? তাহলে বলব আমরা ১০ ম্য়াচ জিতেছি, সেই ১০ ম্য়াচে ভুল করেছি। প্রতি খেলায় সেটা হয়। নিখুঁত বা প্রায় নিখুঁত খেলা হতে পারে না কিছু। আমি যদি এটার অন্য় দিকে তাকাই, তাহলে বলব এই দলের জন্য় আমি গর্বিত। আমরা অসাধারণ খেলেছি। প্রতি বিশ্বকাপে এরকম খেলা যায় না। আমি নিশ্চিত যে, আমরা ফাইনাল পর্যন্ত যেভাবে খেলেছি, তা বহু মানুষকে আনন্দ দিয়ছে’।

রোহিত ভোলেননি দেশবাসীর সমর্থনের কথাও। তিনি বলেন, ‘ফাইনালের পর ফিরে আসা খুব কঠিন ছিল, এবং আমি জীবনে এগিয়ে যেতে চেয়েছিলাম। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাকে কোথাও একটা ঘুরতে যেতে হবে এবং আমার মনকে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে।। কিন্তু আমি যেখানেই গিয়েছি, সেখানেই মানুষজন এসে আমাদের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন। আমি তাদের সবার জন্য ভিতর থেকে অনুভব করছি। আমাদের সঙ্গে তারাও বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছিল। পুরো বিশ্বকাপ জুড়েই সবার থেকে প্রচুর সমর্থন পেয়েছি।’

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। নেলসন ম্য়ান্ডেলার দেশে ১০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত টিম ইন্ডিয়া। দুই দেশ তিনটি টি-২০, তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলবে। বিরাট-রোহিতরা আপাতত সাদা বলের ক্রিকেট থেকে ব্রেক নিয়েছেন। তাঁরা বিশ্বকাপের পর বাইশ গজে ফিরবেন টেস্টের হাত ধরেই।

আরও পড়ুন: Google: রোনাল্ডো-কোহলিকেই খুঁজেছেন মানুষ! বিগত ২৫ বছরের ইতিহাস দিল গুগল

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)