বগুড়ার শিশু পরিবার থেকে নিখোঁজ কিশোরীর সন্ধান মেলেনি ৩ মাসেও

বগুড়া সরকারি শিশু পরিবার থেকে নিখোঁজ কিশোরী মোছা. সুমাইয়ার (১৪) সন্ধান মেলেনি তিন মাসেও। এ ব্যাপারে শুধু থানায় জিডি করে দায়িত্ব শেষ করা হয়েছে। নিখোঁজের বিষয়টি প্রতিষ্ঠানের সভাপতি জেলা প্রশাসককেও অবহিত করা হয়নি। এতে জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ককে শোকজ করা হয়েছে।

বগুড়া সরকারি শিশু পরিবার সূত্র জানায়, গত ২০১৯ সালে রাজশাহীর সেফ হোম থেকে অজ্ঞাত পরিচয় কিশোরী মোছা. সুমাইয়াকে লেখাপড়ার জন্য সেখানে পাঠানো হয়। মানসিকভাবে অস্বাভাবিক হওয়ায় তাকে লেখাপড়া করানো সম্ভব হয়নি। সুমাইয়া গত বছরের ৯ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে নিখোঁজ হয়। পরে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আবদুল আলিম সদর থানায় জিডি করেন।

নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক শিশু পরিবারের কর্মচারীরা জানান, এতিম কিশোরী সুমাইয়া তিন মাস ধরে নিখোঁজ থাকলেও তাকে উদ্ধারের বিষয়ে কর্তৃপক্ষ অবহেলা করছে। এ ছাড়া ঘটনাটি প্রতিষ্ঠানের সভাপতি জেলা প্রশাসককে পর্যন্ত অবহিত করা হয়নি। মনে হচ্ছে, ঘটনাটি গোপন করার চেষ্টা চলছে।

প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক লিপা মোনালিসা জানান, অভিভাবকহীন কিশোরী সুমাইয়া মানসিক প্রতিবন্ধী হওয়ায় তাকে লেখাপড়া করানো সম্ভব হয়নি। তার নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় জিডি ও ঊর্ধ্বতন কর্মকর্তা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালককে অবহিত এবং বিভিন্নভাবে সন্ধান করা হয়েছে। তবে সভাপতি জেলা প্রশাসককে অবহিত করা হয়নি। তার নিখোঁজ হওয়ার ব্যাপারে কোনও ধারণা করা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, সুমাইয়াকে উদ্ধারের ব্যাপারে কোনও অবহেলা করা হয়নি। জিডির পর পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান শাহিন জানান, জিডি পাওয়ার পর অনেক সন্ধান করেও নিখোঁজ কিশোরীর সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে প্রতিষ্ঠানের সভাপতি ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম সোমবার (১৫ জানুয়ারি) বিকালে জানান, শিশু পরিবার থেকে একটা বাচ্চা নিখোঁজের বিষয়ে সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন। এ ব্যাপারে তদন্ত করে রিপোর্ট দিতে অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) নির্দেশ দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক শুধু থানায় জিডি করছেন। সভাপতি হিসেবে তাকে কেন অবহিত করা হয়নি এবং বাচ্চাটি উদ্ধারে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে ব্যাপারে তাকে (তত্ত্বাবধায়ক) কারণ দর্শাতে বলা হয়েছে।