Mamata Banerjee: ক্রিকেট খেললেন মমতা, ধরলেন হকি স্টিকও…ব্যাট হাতে দিদি, ক্যাচ ধরলেন অরূপ

খেলা হবে। ভোটের আগে এই স্লোগানে বাংলায় একেবারে সাড়া ফেলে দিয়েছিল তৃণমূল। তবে এবার একেবারে ব্যাটে বলে খেলা। আর সেই প্রতীকী খেলাতে অংশ নিলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। খেলাশ্রী প্রকল্পে পুরস্কার দেওয়ার অনুষ্ঠান ছিল বৃহস্পতিবার। সেই অনুষ্ঠানে ক্রিকেট ব্যাট হাতে তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের উদ্যোগে এই পুরস্কার বিতরনী অনুষ্ঠান ছিল। সেখানেই ক্রিকেট ব্যাট হাতে তুলে নিলেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রথমে একটা বল করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। কিন্তু সেটা ব্যাটে বলে হয়নি। পরের বল। টানটান উত্তেজনা। ব্যাট চালালেন মুখ্যমন্ত্রী। আর ক্যাচ ধরলেন অরূপ।

ধন্যধান্য প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার। প্রাক্তন বিশিষ্ট ক্রীড়াবিদদের মাসিক সাম্মানিক প্রদানের অনুষ্ঠান ছিল এটি। সেই অনুষ্ঠান শুরুর আগে মমতা বন্দ্যোপাধ্য়ায় ব্যাট ধরেন। ফুটবল হাতেও ঘুরতে দেখা যায় তাঁকে। এরপরই ক্রিকেটের ব্যাট হাতে তুলে নিলেন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু সম্ভবত তিনি কিছুটা অন্য দিকে তাকিয়ে ছিলেন। সেকারণেই প্রথম বলটি ব্যাটে লাগেনি। তবে পরের বলটি তুলে দেন তিনি। ক্যাচ ধরেন বোলার মন্ত্রী। মুখ্যমন্ত্রী হকিস্টিক নিয়েও কিছুটা এগিয়ে যান। 

দিদি হিসাবে দেশে বিদেশে পরিচিত বাংলার মুখ্যমন্ত্রী। দিদির হাতে ব্যাট দেখে অনেকেই বেশ খুশি। তবে ছক্কা হাঁকানো হয়নি। বরং ক্যাচ ধরলেন মন্ত্রী। তবে সবটাই ছিল প্রতীকী। এর আগে অবশ্য মমতা বন্দ্যোপাধ্য়ায়কে অতীতে ফুটবল মাঠেও দেখা গিয়েছে। এমনকী সভাতে ফুটবল হাতেও দেখা গিয়েছিল তৃণমূল নেত্রীকে। এমনকী বল ধরতে না পারায় দলীয় কর্মীকে বকাঝকাও করেছিলেন তিনি। 

তবে বৃহস্পতিবার একেবারে অন্য়ভাবে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রীকে। যিনি বার বার তাঁর ভাষণে ছক্কা হাঁকান। তাঁর কথা শোনার জন্য বাংলার মাঠ আজও কানায় কানায় ভরে ওঠে। সেই মমতা বন্দ্যোপাধ্য়ায়কে এদিন একেবারে অন্য মেজাজে দেখা গেল। একদিকে দলের কাজ, অন্যদিকে মুখ্য়মন্ত্রীর গুরু দায়িত্ব, তার উপর ছবি আঁকা, কবিতা লেখা তো আছেই, এবার ক্রিকেট ব্যাট হাতেও দেখা গেল মুখ্য়মন্ত্রীকে।