ব্লুটুথ হেলমেট পরবেন ডেলিভারি পার্টনাররা, নিরাপত্তার স্বার্থে বড় উদ্যোগ জোমাটোর

ডেলিভারি পার্টনারদের নিরাপত্তার স্বার্থে একাধিক বড় উদ্যোগ নিয়েছে Zomato। সারা দেশের প্রত্যেক পার্টনারকেই ব্লুটুথ হেলমেট দিচ্ছে ফুড ডেলিভারি প্ল্যাটফর্মটি। Zomato-র ভারত জুড়ে ৩ লক্ষেরও বেশি ডেলিভারি পার্টনার রয়েছে। সম্প্রতি, নয়া দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে ‘ইন্ডিয়াস ইমার্জেন্সি হিরোস’ প্রোগ্রামের আয়োজন করেছিল কোম্পানি। এই তালকাটোরা স্টেডিয়ামে বিশেষ ইভেন্টে ভারত সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী, নীতীন গডকড়িও যোগ দিয়েছিলে। অনুষ্ঠান চলাকালীন, ডেলিভারি পার্টনারদের নিরাপত্তার প্রতি জোর দিয়েছে সংস্থা।

  • ডেলিভারি পার্টনারদের কী কী উদ্যোগ নিল জোমাটো

যেমন, রাতে খাবার ডেলিভারির করার সময় অন্ধকারে দেখার জন্য তাঁদের জ্যাকেটে প্রতিফলক স্ট্রিপ লাগানো হয়েছে। গত আর্থিক বছরে, কোম্পানিটি অংশীদারদের ২,৫০,০০০ এরও বেশি এমনই উন্নত প্রযুক্তির ইউনিফর্ম দিয়েছে। এই উদ্যোগ শুধু নিরাপত্তা নিশ্চিত করার জন্য নয়। এটি ডেলিভারি বয়দের গুরুতর আঘাত প্রতিরোধ বা জরুরী শারীরিক অবনতির ক্ষেত্রে সঠিক প্রশিক্ষণ দেওয়ার জন্যও নেওয়া হয়েছে। সেই কারণেই তাঁদের ব্লুটুথ হেলমেট সহ, জরুরী পরিস্থিতি আরও ভালভাবে পরিচালনা করার সরঞ্জাম দিতে চায় কোম্পানি।

  • ব্লুটুথ হেলমেটটির বিশেষত্ব

এই হেলমেটটি একটি AI-চালিত হাইব্রিড সিস্টেমে কাজ করে। রাইডার ঠিক করে হেলমেট পড়েছেন কি না কিংবা তাঁর চিবুক-স্ট্র্যাপ ঠিকঠাক ভাবে লক করা হয়েছে কিনা, এই সমস্ত জিনিসের খেয়াল রাখবে ওই ব্লুটুথ হেলমেটটি।

  • মহিলা ডেলিভারি পার্টনারদের জন্য বিশেষ সুবিধা

Zomato মহিলা ডেলিভারি পার্টনারদের জন্য একটি মাতৃত্ব বিমা পরিকল্পনা চালু করেছে। যা মহিলাদের অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় গর্ভাবস্থা-সম্পর্কিত খরচ কভার করবে।

নিরাপত্তার স্বার্থে বড় উদ্যোগ জোম্যাটোর

(PTI)

উপরন্তু, সাহসী ডেলিভারি পার্টনারদের সম্মান জানাতে Zomato Bravery Awards চালু করা হয়েছে। সেখানে পাঁচজন নির্বাচিত ডেলিভারি পার্টনারকে পুরস্কার দেওয়া হয়েছে। আরও ভাল আর্থিক সুরক্ষা প্রদানে রাইডারদের ১০ লক্ষ টাকার বিমা দেওয়ার নিয়ম চালু করা করেছে। পার্টনারদের প্রাথমিক চিকিৎসা এবং কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (CPR)-এর মতো গুরুত্বপূর্ণ দক্ষতায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে, Zomato-এর ফুড ডেলিভারির সিইও রাকেশ রঞ্জন বলেছেন, ইতিমধ্যেই প্রায় ১০,০০০ ডেলিভারি পার্টনারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও ৩০০ জনেরও প্রতিবন্ধী ব্যক্তিদের কাজ দিয়েছে।