TS Shuvgyanam: বিচারপতিদের সংঘাতে ‘লজ্জিত’, সাধারণ মানুষের ওপর প্রভাব পড়েছে: টি এস শিবজ্ঞানম

কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির সংঘাতের প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। বিচারের মন্দিরে এই ধরণের পরিস্থিতি আশা করা যায় না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের সংঘাত নিয়ে মুখ খুলে এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

মঙ্গলবার দুপুরে এজলাস ছাড়ার সময় উপস্থিত আইনজীবীদের বিচারপতি শিবজ্ঞানম বলেন, ‘উদ্ভূত পরিস্থিতির জন্য আমি দুঃখিত ও লজ্জিত। আইনের মন্দিরে এটা আশা করা যায় না। কলকাতা হাইকোর্ট দেশের অন্যতম ঐতিহ্যশালী আদালত। এই পরিস্থিতির জন্য সাধার মানুষের ওপর প্রভাব পড়েছে। সমস্যা সমাধানের সব রকম চেষ্টা করছি। আবার পরিস্থিতি স্বাভাবিক হবে।’ আরও পড়ুন – কে বিচারপতি সৌমেন সেন?‌ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সংঘাতে নয়া তথ্য

গত সপ্তাহে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিচারপতি সৌমেন সেনের সংঘাতে শোরগোল পড়ে সুপ্রিম কোর্ট। বিচারপতি সেনের বিরুদ্ধে তৃণমূল নেতার মতো আচরণের অভিযোগ তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সাত তাড়াতাড়ি ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠন করে শনিবার ছুটির দিন মামলাটির শুনানি করে সুপ্রিম কোর্ট। সোমবার মামলার ফের শুনানিতে মেডিক্যালে সংরক্ষিত আসনে অসংরক্ষিত প্রার্থী ভর্তির মামলায় বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ ও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সমস্ত নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে এই মামলার বিচারের ভার নিজেদের হাতে নিয়ে রাজ্য সরকারকে হলফনামা দিতে বলেছে সর্বোচ্চ আদালত। একই সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদলের যে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে করা হয়েছিল তার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ওপর দিয়েছে সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার ওই ঘটনা নিয়ে মুখ খুলেছেন বিচারপতি সেন। তিনি বলেন, ‘আদালতের অপমান হয়েছে।’