Rupnarayan Boat Capsized: রূপনারায়ণে নৌকাডুবি, গ্রেফতার মাঝি, পিকনিক করতে গিয়ে সব শেষ!

রাতের রূপনারায়ণ নদী। আর সেই নদীতেই নৌকা নিয়ে আসছিলেন রবীন পাত্র নামে এক মাঝি। দাড় টানা নৌকা। কিন্তু তাতেই একেবারে গাদাগাদি ভিড়। এদিকে সেই নৌকাতেই জল উঠে যায়। একে একে তলিয়ে যেতে শুরু করে নৌকাটি। যাত্রীরা নাকি বলেওছিলেন এভাবে যাওয়া যাবে না। নৌকায় জল ঢুকছে। তবে এসব কানে নেননি তিনি। তিনি আশ্বাস দিয়েছিলেন ঠিক ওপারে চলে যাবে নৌকা। কিন্তু সেটা হয়নি। ডুবে যায় নৌকা।

তবে সেই নৌকার মাঝিকে গ্রেফতার করা হয়েছে। ওই মাঝির নাম রবীন পাত্র। জয়পুর থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। তবে অভিযোগ উঠছে এই নৌকায় গাদাগাদি যাত্রী ছিল। ভারবহনের তুলনায় বেশি যাত্রী ছিল ওই নৌকায়।

নৌকাডুবির পর পুলিশ নদীতে তল্লাশি শুরু করেছিল। ঘটনাস্থলে আসেন বিধায়ক সুকান্ত পাল। রাতে অকুস্থলে যান হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া। তিনি জানান, নদীর দু’‌দিক থেকেই পুলিশ তল্লাশি শুরু করেছে।

ঠিক কী হয়েছিল ঘটনাটি?

হাওড়ার লিলুয়া থানার বেলগাছিয়া থেকে কয়েকটি পরিবার বাগনানের বাকসিতে পিকনিক করতে গিয়েছিল। দুটি নৌকাতে গিয়েছিল তারা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের দুধকামরা ঘাটের কাছে ত্রিবেণী পার্কে তারা পিকনিক করতে গিয়েছিলেন। বিকালে তারা পিকনিক করে ফিরছিলেন। 

এদিকে সূত্রের খবর, তারা দুটি নৌকাতে গেলেও আসার সময় তারা একটি নৌকায় ফিরছিলেন। কিন্তু সেই নৌকাই মাঝনদীতে টলমল হয়ে যায়। জল উঠতে শুরু করে। এরপর নৌকাটি উলটে যায়।

প্রথম দিকে ১৪জন তলিয়ে যান নদীতে। তাদের মধ্যে ৯জনকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু বাকি ৫জনের দেহের খোঁজ মিলছিল না। শেষ পর্যন্ত ১ জনের দেহ মেলে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। তবে নিখোঁজের পরিজনদের দাবি, অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল নৌকায়। সেই নৌকা আর যেতে পারেনি নদীতে।  

নিখোঁজরা হলেন, লিলুয়া বেলগাছিয়ার ষষ্ঠীতলার লিচুবাগানের বাসিন্দা অচ্যুত সাহা, অমর ঘোষ ও তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষ, ঋষভ পাল (‌৭)‌ এবং মানকুরের বাসিন্দা প্রীতম মান্না (১৭)।

নৌকায় থাকা এক ব্যক্তি উদ্ধার হওয়ার পর জানান, ত্রিবেণী পার্ক ছাড়ার পরেই নৌকায় জল ঢুকতে থাকে। নৌকার মাঝিকে সেটা বললেও সে তাতে কর্ণপাত করেনি। তাই নৌকার ভিতরে জল বাড়তে শুরু করে। একটা সময় নৌকাটি মাঝনদীতে এসে একদিকে হেলে পড়ে। তার ফলেই নদীতে পড়ে যায় সকলে। পরে অন্য একটি নৌকার মাঝি ১৩ জনকে উদ্ধার করে। বাকিদের খোঁজ মেলেনি।