Survey: নিজের রাজ্যে জনপ্রিয়তায় গোটা দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে প্রথম ১০এ নেই মমতা!

লোকসভা নির্বাচনের আগে সলতে পাকানো শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। শাসক বিজেপির মতো জোট গড়ে লোকসভা নির্বাচনে ঝাঁপানোর প্রস্তুতি নিচ্ছে বিরোধীরাও। আর সেই জোটের হাত ধরেই প্রধানমন্ত্রী পদের স্বপ্ন দেখছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে তাঁর জন্য এল আশঙ্কার খবর। বেসরকারি সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেতে প্রকাশিত সমীক্ষা অনুসারে, নিজের রাজ্যে জনপ্রিয় মুখ্যমন্ত্রীর তালিকায় প্রথম দশে নেই মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভা ভোটের আগে দেশের মানুষের হাবভাব বুঝতে সমীক্ষা চালিয়েছে ইন্ডিয়া টুডে ও সি ভোটার। ইন্ডিয়া টুডের সামপ্রতিকতম সংস্করণে প্রকাশ্যে এসেছে সেই সমীক্ষার ফল। আর তাতে যে তথ্য উঠে এসেছে তা তৃণমূলের কপালে বিলক্ষণ চিন্তার ভাঁজ ফেলবে।

ইন্ডিয়া টুডেতে প্রকাশিত সমীক্ষা বলছে, নিজেদের রাজ্যে জনপ্রিয়তার নিরিখে প্রথম দশে নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই তালিকায় সবার ওপরে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ওড়িশার ৬১.৩ শতাংশ মানুষ তাঁর কাজে সন্তোষ প্রকাশ করেছেন। এর পর রয়েছেন পড়শি রাজ্য ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘের। ৫৯.১ শতাংশ ছত্তিশগড়বাসী ভূপেশ বাঘেলের কাজে সন্তুষ্ট। তিন নম্বরে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ৫৭.৭ শতাংশ দিল্লিবাসী তাঁর কাজে খুশি। চতুর্থ স্থানে রয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই পটেল। তাঁর কাজে সন্তোষ প্রকাশ করেছেন ৫৫.৩ শতাংশ গুজরাতবাসী। পঞ্চম স্থানে রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি ৪৯.২ শতাংশ অসমবাসীর সমর্থন পেয়েছেন।

উল্লেখযোগ্যভাবে গোটা দেশের মতামতের নিরিখে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সব থেকে জনপ্রিয় মুখ্যমন্ত্রী হলেও নিজের রাজ্যে জনপ্রিয়তার নিরিখে তিনি রয়েছেন সপ্তম স্থানে। উলটো দিকে গোটা দেশের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী হলেও নিজের রাজ্যে জনপ্রিয়তার নিরিখে তিনি প্রথম দশেও নেই। গোটা দেশে জনপ্রিয়তার নিরিখে যোগী আদিত্যনাথ পেয়েছেন ৪৩ শতাংশ মানুষের সমর্থন। ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৮.৮ শতাংশ মানুষের সমর্থন।

লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তা তলানিতে ঠেকার মাসুল তৃণমূলকে দিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। কারণ, তৃণমূলের USP-ই যে মমতা।