আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করা ড্যানিয়েল ওরসাতো সেমিতে মেসি-মদ্রিচদের সামলাবেন, দেখে নিন বায়োডেটা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2022) ইতিমধ্যেই আর্জেন্টিনা (Argentina) বনাম মেক্সিকো (Mexico) ম্যাচ পরিচালনা করেছেন। এমনকি কাপ যুদ্ধের আয়োজক দেশ কাতারের (Qatar) বনাম ইকুয়েডর (Ecuador) ম্যাচ পরিচালনার দায়িত্বেও ছিলেন তিনি। এহেন ইতালির (Italy) রেফারি (Referee) ড্যানিয়েল ওরসাতো (Daniele Orsato) এবার লিওনেল মেসি (Lionel Messi) ও লুকা মদ্রিচদের (Luka Modric) ম্যাচ পরিচালনা করবেন। অর্থাৎ প্রথম সেমি ফাইনালের বাঁশি তাঁর মুখেই থাকবে। 

৪৭ বছর বয়সী ওরসাতো ইতিমধ্যে আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করেছেন। গ্রুপ পর্বে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের দায়িত্বে ছিলেন তিনি। এর আগে কাতার-ইকুয়েডরের মধ্যে হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের বাঁশিও ছিল এই ইতালিয়ান রেফারির হাতে।

ফিফা সাধারণত ম্যাচের এক-দুই দিন আগে রেফারির তালিকা চূড়ান্ত করে। দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনালে বিশ্রামে থাকা ওরসাতোকে দেওয়া হল শেষ চারের প্রথম ম্যাচের দায়িত্ব। তাঁর পরিচালনা করা আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন পাঁচজন। এর মধ্যে চারজনই ছিল মেক্সিকোর। 

আরও পড়ুন: Lionel Messi and Luka Modric, FIFA World Cup 2022: জয়ের হ্যাটট্রিক করে ফের একবার মেসির আর্জন্টিনার চোখে জল আনতে মরিয়া লুকা মদ্রিচ

আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup 2022: বদলার মেজাজে থাকা মেসির আর্জেন্টিনাকে ‘ভয়’ পাচ্ছেন ক্রোয়েশিয়ার কোচ জাল্টকো দালিচ

ডাচদের বিরুদ্ধে আর্জেন্টিনার হয়ে একমাত্র হলুদ কার্ড দেখেন রাইটব্যাক গঞ্জালো মন্টিয়েল। ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার নেদারল্যান্ডসের বিরুদ্ধে আর একটি হলুদ কার্ড দেখায় সেমি ফাইনালে খেলতে পারবেন না। দুই হলুদ কার্ডের কারণে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না খেলা হবে না মার্কোস মার্কোস অ্যাকুনাও। 

২০২০ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালসহ ইতালিয়ান লিগ সিরি আ-র ম্যাচ বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে ওরসাতোর। এবার সেমি ফাইনালে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচে রেফারির দায়িত্বে থাকবেন তিনি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)