কামারহাটিতে তৃণমূলকর্মীর ওপর হামলায় গ্রেফতার কাউন্সিলর ঘনিষ্ঠ দুষ্কৃতী

কামারহাটিতে তৃণমূল কর্মীর ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় দলেরই কাউন্সিলর ঘনিষ্ঠ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত গুলাম জ়াফর কামারহাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফসানা খাতুনের ঘনিষ্ঠ। এই ঘটনায় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন আত্রান্ত আলি রাজার ভাই।

রবিবার বিকেল ৩টে ৩০ মিনিট নাগাদ কামারহাটির ওড়িয়া লাইনের সামনে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তৃণমূল কর্মী আলি রাজা। দলেরই একটি রক্তদান শিবির থেকে মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন তিনি। তখন তাঁকে পিছন থেকে ধাওয়া করে হামলা চালায় ৩ দুষ্কৃতী। আলি রাজাকে চপার দিয়ে কোপাতে থাকে তারা। মোটরসাইকেল থেকে পড়ে যান তিনি। এর পরও একাধিক কোপ মারে দুষ্কৃতীরা। হামলায় আলি রাজার পিঠে ও ঘাড়ে গভীর ক্ষত তৈরি হয়েছে।

ঘটনার পরই স্থানীয় কাউন্সিলরের দিকে অভিযোগের আঙুল তোলেন আক্রান্ত তৃণমূল কর্মীর স্ত্রী ও ভাই। স্ত্রী জানান, আলি রাজা আগে আফসানার ঘনিষ্ঠ ছিলেন। কিছুদিন হল দূরত্ব বাড়িয়েছেন। তার পর থেকেই হুমকি আসছিল। ওদিকে স্থানীয় বিধায়ক মদন মিত্র জানান, আলি রাজা দলের সক্রিয় কর্মী। ওর বিরুদ্ধে কোনও অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ নেই।

ওদিকে পত্রপাঠ অভিযোগ খারিজ করে আফসানা খাতুন বলেন, আমাদের দলের কর্মীকে আমি কেন মারব। কে ওকে মেরেছে তা জানতে আমিও ফোনে অনেকের সঙ্গে কথা বলেছি। এরই মধ্যে রবিবার রাতে আলি রাজার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে গুলাম জ়াফর নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। আরও ২ দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।