ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বরের সংযোগ করেছেন? কতজন তালিকায়, জানাল কমিশন

দীক্ষা ভরদ্বাজ

৯৫ কোটি ভোটারের মধ্যে ৫০ শতাংশ নাগরিক ভোটার পরিচয়পত্রের সঙ্গে আধার নম্বরের সংযোগ করেছেন। অর্থাৎ ৫০ লক্ষ ভোটার তাঁদের আধার নম্বরের সঙ্গে ভোটার পরিচয়পত্রের সংযোগ করেছেন। আধিকারিকরা জানিয়েছেন মোটামুটিভাবে মোট ভোটারের ৫০ শতাংশ তাঁদের আধার নম্বরের সঙ্গে ভোটার কার্ডের সংযোগ করেছেন। তবে এই সংযোগ বাধ্যতামূলক নয়। এটা স্বেচ্ছামূলক।

বর্তমানে ভুয়ো ভোটারকার্ডগুলিকে বাতিল করতে নির্বাচন কমিশন সব মিলিয়ে দুটি সিস্টেমকে কাজে লাগায়। একটি হল জনসংখ্যাগতভাবে একই ধরনের দুটি এন্ট্রি ও ছবির দিক থেকে একই ধরনের দুটি এন্ট্রি।

এদিকে সংসদ  গত বছর অনুমোদন করেছিল যে নির্বাচনী আধিকারিকরা তাঁদের আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযোগের উদ্যোগ নিতে পারেন। তবে বিরোধীরা এনিয়ে আপত্তি জানিয়েছিলেন। তাদের দাবি ছিল পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে ফের স্ক্রুটিনি করা দরকার।

তবে শেষ পর্যন্ত ইলেকশন ল(অ্যামেন্ডমেন্ট) বিল ২০২১ ধ্বনিভোটে পাস হয়েছিল। আইনমন্ত্রী কিরন রিজিজু এই বিলটি এনেছিলেন। এই বিলের মাধ্যমে আধার নম্বরের সঙ্গে ভোটার কার্ডের সংযোগ স্থাপন করার বিষয়টি অনুমোদিত হয়েছিল। তবে পুরোটাই স্বেচ্ছাকৃত।

এদিকে বিরোধীদের তরফে দাবি করা হয়েছিল এই ধরনের উদ্যোগ সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধী। পাশাপাশি ব্য়ক্তিগত গোপনীয় রক্ষার অধিকারের বিরোধী এই পদক্ষেপ।

তবে কেন্দ্রীয় আইনমন্ত্রী আগেই জানিয়েছিলেন, ভুয়ো ভোটার রুখতে এই বিশেষ ব্যবস্থা কার্যকরী হবে। পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করে তিনি জানিয়েছিলেন, অপ্রয়োজনে ওরা বিরোধিতা করেন। এরপর চলতি বছরের অগস্ট মাস থেকে কমিশন ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার নম্বরের সংযোগপর্ব শুরু করে।