Calcutta Medical College: স্বাস্থ্যমন্ত্রীর অনুরোধেও উঠল না অনশন, নিজেদের দাবিতে অনড় মেডিক্যালের পড়ুয়ারা

ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে শুক্রবার থেকে চলছে কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়াদের অনশন আন্দোলন। রবিবার স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করে অনশন প্রত্যাহারের আর্জি জানিয়েছিলেন। কিন্তু, তাঁকে খালি হাতেই ফিরতে হয়েছিল। এরইমধ্যে আজ এক অনশনরত পড়ুয়া হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে দেখা করলেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি ছাত্র সংসদের ভোট করানোর আশ্বাস দেওয়ার পাশাপাশি পড়ুয়াদের অনশন তুলে নেওয়ার অনুরোধ করেন। তবে স্বাস্থ্য মন্ত্রীকেও খালি হাতেই ফিরতে হল।

আজ সোমবার দুপুরে অনশনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি পড়ুয়াদের অনশন তুলে নেওয়ার আর্জি জানান। মন্ত্রীর অনুরোধ, তাঁরা যেন অনশন তুলে নিয়ে শুধুমাত্র বিক্ষোভ দেখান। তবে পড়ুয়ারা সাফ জানিয়ে দিয়েছেন তাঁদের দাবি পূরণ না হলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। ছাত্রদের দাবি হল, ২২ ডিসেম্বর ছাত্র সংসদের নির্বাচন করাতে হবে। যদিও ২২ তারিখে নির্বাচন হবে কিনা তা নিয়ে নিশ্চিত ভাবে জানতে পারেননি চন্দ্রিমা। তিনি বলেন, ‘ছাত্র সংসদের নির্বাচন তো নিশ্চয়ই হবে। তবে ২২ তারিখেই হবে কিনা তা বলা সম্ভব হচ্ছে না। কারণ করোনা অতিমারী কেটে গেছে ঠিকই, কিন্তু তার রেশ এখনও পুরোপুরি যায়নি। যে কারণে নির্বাচন করা গত দু’বছর ধরে সম্ভব হয়নি। তাছাড়া বিভিন্ন জায়গায় এই মুহূর্তে পরীক্ষা চলছে সেই কারণে এই মুহূর্তে নির্বাচনের সঠিক তারিখ বলা সম্ভব নয়।

অনশন চলাকালীন আজ ঋতম বন্দ্যোপাধ্যায় নামে এক ছাত্র অসুস্থ হয়ে পড়েন। সেই খবর পেয়ে এদিন মেডিক্যাল কলেজে ছুটে আসেন স্বাস্থ্যমন্ত্রী। আপাতত স্বাস্থ্য ভবনে আগামীকালের বৈঠকের দিকেই তাকিয়ে আছেন পড়ুয়ারা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নির্বাচন নিয়ে প্রয়োজনে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন।