Currency: ২০০০ টাকার নোট কি বাতিল হয়ে যাচ্ছে? রাজ্যসভায় বড় দাবি বিজেপি সাংসদের

ধীরে ধীরে ২ হাজার টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার জন্য় আবেদন জানালেন খোদ বিজেপি সাংসদ। বিজেপি এমপি সুশীল কুমার মোদী রাজ্যসভায় এই আবেদন জানিয়েছেন। বিজেপি এমপি সুশীল কুমার মোদী রাজ্য়সভায় জানিয়েছেন, সরকারের উচিত ২ হাজার টাকার নোটগুলোর ব্য়বহার ধীরে ধীরে বন্ধ করে দেওয়া। নাগরিকদের এই নোটগুলো বদল করার জন্য় অন্তত ২ বছর সময় দেওয়া দরকার। আবেদন বিজেপি এমপির।

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছিল সরকার। নোটবাতিলের সেই স্মৃতি এখনও অনেকের কাছে টাটকা। এরপর ২০১৬ সালের নভেম্বর মাসে ২০০০ টাকার নোট চালু করা হয়। এরপর নতুন ধরনের ৫০০ টাকা চালু করা হয়। তবে ১০০০ টাকার নোট শেষপর্যন্ত আর চালু করা যায়নি।

এদিকে এমপির এই প্রস্তাবকে ঘিরে ইতিমধ্য়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন ২০০০ টাকার নোট চালু করা হয়েছিল তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে অনেকের মতে, ধীরে ধীরে ২০০০ টাকার নোটের প্রচলন অনেকটাই কমে এসেছে। এবার কি তবে পুরোপুরি বাতিল করা হবে ২০০০ টাকার নোট?

এদিকে নোট বাতিল নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল সরকারকে। তবে তার জবাবও দিয়েছে সরকার। সরকারের তরফে সেই সময় দাবি করা হয়েছিল ভুয়ো নোট, সন্ত্রাসবাদী আর্থিক সহায়তা, কালো টাকা ও কর ফাঁকি আটকাতেই নোট বাতিল করা হয়েছিল।

এরপর বিরোধীরা পালটা প্রশ্ন তুলেছেন, যে লক্ষ্যকে সামনে রেখে নোট বাতিল করা হয়েছিল বাস্তবে তা কি আদৌ পূরণ হয়েছে? এখনও কালো টাকার রমরমা চলছে দেশজুড়ে।অভিযোগ এমনটাই। যতটা ভাবা গিয়েছিল, নগদের ব্যবহারও কোনও অংশ কমেনি বলে দাবি অনেকের।বিরোধীদের দাবি, আসলে কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য় নোট বাতিল করা হয়েছিল। যার জেরে লাখ লাখ মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়।