Fifa World Cup 2022: Lionel Scaloni Plays 4-4-2 Format In Practice, Di Maria May Start Against Croatia

দোহা: ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের (Fifa World Cup 2022) সেমিফাইনালে মার্কোস আকুনা ও গঞ্জালো মন্তিয়েলকে পাবে না আর্জেন্তিনা। জোড়া হলুদ কার্ড দেখে শেষ চারের ম্যাচের বাইরে দুই ফুটবলার। আলেহান্দ্রো পাপু গোমেজের গোড়ালির চোট এখনও সারেনি।

কিন্তু এই তিনজন বাদ দিয়ে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে কাদের খেলাবেন, সম্পূর্ণ ধোঁয়াশা রেখে দিয়েছেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি। তাঁর কথায়, দলের বাকি সকলেই সুযোগ পেতে পারেন ক্রোটদের বিরুদ্ধে।                               

সোমবার প্র্যাক্টিসে যে প্রথম দল খেলিয়েছেন স্কালোনি, সেই দলকে সাজিয়েছিলেন ৪-৪-২ ছকে। কারা রয়েছেন সেই দলে? এমিলিয়ানো মার্তিনেজ গোলকিপার। চার ডিফেন্ডার নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস ত্যাগলিয়াফিকো। চার মিডফিল্ডার রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও অ্যাঙ্খেল দি মারিয়া। আক্রমণে লিওনেল মেসি ও হুলিয়াল আলভারেজ।                                                                           

আর্জেন্তিনার প্র্যাক্টিসের সময় হাজির হয়েছিলেন বুলগেরিয়ার কিংবদন্তি স্তোইচকভ। যিনি কাতারে এসেছেন সাংবাদিক হিসাবে। বেশ কিছুক্ষণ দুজনকে কথা বলতেও দেখা গেল। আলোচনার বিষয় কি দি মারিয়ার ফিটনেস? উরুর চোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি দি মারিয়া। নেদারল্যান্ডসের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে সামান্য কিছুক্ষণের জন্য নেমেছিলেন। তবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শুরু থেকে খেলতে পারেন।                                                                                               

News Reels

ক্রোয়েশিয়ার মাঝমাঠ শক্তিশালী। লুকা মদ্রিচ, মাতেও কোভাচিচ ও মার্সেলো ব্রোজোভিচের মতো তারকা আছেন। স্কালোনি চাইবেন নিজেদের মাঝমাঠ শক্তিশালী করে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখতে। লউতারো মার্তিনেজ, লিয়ান্দ্রো পারেদেসদের খেলানো হতে পারে পরিবর্ত হিসাবে। 

সোমবার আর্জেন্তিনার প্র্যাক্টিসে সাংবাদিকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কাতারের তাপমাত্রা মনোরম হওয়ার পথে। দাবদাহ কমেছে। মেসিদের সেরা ফুটবল খেলার মঞ্চ প্রস্তুত। এখন শুধু কিক অফের অপেক্ষা।

আরও পড়ুন: ফিরছেন ঈশান, ইডেনে ৪ পেসারে উত্তরপ্রদেশকে ঘায়েল করার অঙ্ক অধিনায়ক মনোজের