Get To Know Top Entertainment News For The Day Which You Can’t Miss, Know In Details

কলকাতা: এই প্রথম কোনও আফ্রিকার ফুটবল টিম বিশ্বকাপের সেমি ফাইনালে। পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে এই প্রথম ফিফা বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছল মরক্কো। আর দলকে শুভেচ্ছা জানাতেই পুরনো গানের লাইন তুলে ধরলেন শাকিরা। ২০১০ সালের ফিফা বিশ্বকাপের জনপ্রিয় সেই গানকে ফের একবার মনে করিয়ে দিলেন শাকিরা। দ্বিতীয়বার সুরেলা পরিচালনায় ঋদ্ধি সেন (Riddhi Sen)। এক নতুন বাংলা ফের ফুটে উঠল সুরে, ছন্দে, গল্পে। অনির্বাণ ভট্টাচার্য্যের (Anirban Bhattacharyya)-র কথায় ও কন্ঠে, শুভদীপ গুহর সুর ও কন্ঠে মুক্তি পেল ‘আমি খুঁজি আমাকে’। এর আগে আরও একটি ভিডিও পরিচালনা করেছিলেন ঋদ্ধি। ‘নিজেদের মতো গান’। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।

 

পরিচালক ঋদ্ধির দ্বিতীয় কাজ

দ্বিতীয়বার সুরেলা পরিচালনায় ঋদ্ধি সেন (Riddhi Sen)। এক নতুন বাংলা ফের ফুটে উঠল সুরে, ছন্দে, গল্পে। অনির্বাণ ভট্টাচার্য্যের (Anirban Bhattacharyya)-র কথায় ও কন্ঠে, শুভদীপ গুহর সুর ও কন্ঠে মুক্তি পেল ‘আমি খুঁজি আমাকে’। এর আগে আরও একটি ভিডিও পরিচালনা করেছিলেন ঋদ্ধি। ‘নিজেদের মতো গান’। এই শহরের প্রায় প্রত্যেক উড়ালপুলের নীচেই একটা করে জীবনের গল্প থাকে, কয়েকঘর মানুষ থাকেন, কিছু শৈশব থাকে, তাদের স্বপ্ন থাকে। সেই শৈশব-স্বপ্নকে সুরে কথায় মিউজিক ভিডিওর ফ্রেমে তুলে ধরেছেন ঋদ্ধি। তাঁর কথায়, ‘আসলে ‘সোনার বাংলা’ লুকিয়ে আছে মানুষের হৃদয়, শুধু হাতে গোনা কিছু জায়গায় নয় l তাই আমাদের চিরাচরিত কিছু ভাবনা পাল্টে এক অন্য সোনার বাংলা খোঁজার জন্য এই ভিডিওটি বানানো’।

News Reels

  

 

‘ওয়াকা ওয়াকা’-র ছন্দে শুভেচ্ছা শাকিরার

 এই প্রথম কোনও আফ্রিকার ফুটবল টিম বিশ্বকাপের সেমি ফাইনালে। পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে এই প্রথম ফিফা বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছল মরক্কো। আর দলকে শুভেচ্ছা জানাতেই পুরনো গানের লাইন তুলে ধরলেন শাকিরা। ২০১০ সালের ফিফা বিশ্বকাপের জনপ্রিয় সেই গানকে ফের একবার মনে করিয়ে দিলেন শাকিরা। ২০১০ সালে ফিফা ওয়ার্ল্ডকাপের জন্য তৈরি করা হয়েছিল ওয়াকা ওয়াকা (Waka Waka) গানটি। ১০ বছর পেরিয়েও একই রকম রয়েছে সেই গানের জনপ্রিয়তা। সেই গানের কলিতেই বার বার ফিরে এসেছে একটা লাইন, ‘দিস টাইম ফর অ্যাফ্রিকা।’ (This Time for Africa)। সোশ্যাল মিডিয়ায় এই কলিই তুলে ধরে মরক্কোকে শুভেচ্ছা জানালেন শাকিরা। 

 

বলিউড নিয়ে বিস্ফোরক কর্ণ

বলিউডে (Bollywood) দীর্ঘদিন ধরে কাজ করছেন কর্ণ জোহর (Karan Johar)। তাঁকে বি টাউনে অভিনেতা থেকে পরিচালক, প্রযোজক ও আরও নানা ভূমিকায় দেখা গিয়েছে। ‘স্বজনপোষণ’ বিতর্কে বারবার বিদ্ধ হয়েছেন তিনি। আর সেই বলিউডেরই ছবি তৈরি প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন কর্ণ। কেন বি টাউনে বেশি ‘অরিজিনাল কনটেন্ট’ তৈরি হয় না, সে প্রসঙ্গে নিজের মতামত জানালেন। দেশের অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রি যেমন তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম এবং মরাঠিতে একাধিক ‘অরিজিনাল কনটেন্ট’ তৈরি হচ্ছে। সেখানে বলিউডে এই ধরনের ছবি তৈরির সংখ্যা খুবই কম। হয় সেগুলি ওই সকল ইন্ডাস্ট্রির ছবির রিমেক। অথবা কোনও ইংরেজি ছবি থেকে অনুপ্রাণিত। কেন বলিউডেও ‘অরিজিনাল কনটেন্ট’ তৈরি হচ্ছে না? এই প্রসঙ্গে নিজের মতামত দিতে গিয়ে কর্ণ জোহর বলেই দিলেন যে, বলিউডে ‘মেরুদণ্ড’-এর অভাব রয়েছে। এক সাক্ষাৎকারে ‘কুছ কুছ হোতা হ্যায়’ পরিচালক বলেন, ‘আমার মনে হয় সমস্যাটা এটাই যে, আমরা হিন্দি ছবির মেনস্ট্রিম ইন্ডাস্ট্রি থেকে আমরা এসেছি। আমি নিজেও। সাতের দশকে সেলিম-জাভেদ জুটি আসল গল্প তৈরি করছিল। কিন্তু আটের দশক থেকে আচমকা এমন কিছু হল যে, রিমেক তৈরি হতে শুরু করল। আর তারপর থেকেই আমাদের পতন শুরু হল। তামিল ও তেলুগুর জনপ্রিয় ছবিগুলির রিমেক তৈরি করতে শুরু করলাম।’

আরও পড়ুন: Alia Bhatt: ছুটির সকালে রোদ মেখে বাথরুমেই ফটোশ্যুট আলিয়ার!

 

বিয়ের জন্মদিনে দাম্পত্যের অজানা গল্প

২০১৭ সালের ঠিক আজকের দিনটাই। সন্ধের দিকে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ঝলমল করে উঠল নবদম্পতির ছবি। যে বিয়ে নিয়ে এত গোপনীয়তা, এত নিরাপত্তা, আঙুরক্ষেতে স্বপ্নের মতো সুন্দর সেই বিয়ের ছবিও যেন স্বপ্নের মতোই সুন্দর। পদ্মরঙা লেহঙ্গায় অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) এত অপরূপ সুন্দরী বোধহয় অতীতে আর কখনও লাগেনি। আর বিরাহ কোহলি (Virat Kohli)? অফ হোয়াইট শেরওয়ানিতে তিনিও নজরকাড়া। ৫ বছর আগে ঠিক আজকের দিনেই সাত পাকে বাঁধা পড়েছিলেন বলিউড আর ক্রিকেট দুনিয়ার অন্যতম চর্চিত জুটি। কিন্তু চড়াই উৎরাই মিলিয়ে কেমন কাটল এই তারকা দম্পতির গেরস্থালির ৫ বছর? বিয়ের জন্মদিনে ফেলে আসা আদুরে দিনগুলোকে ফিরে দেখলেন অনুষ্কা। সোশ্যাল মিডিয়ায় ফেলে আসা ৫ বছরের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অনুষ্কা। সেখানে খুনসুটি করে কোথাও শেয়ার করে নেওয়া হয়েছে ‘পরী’ (Pari) ছবিতে অনুষ্কার সঙ্গে বিরাটের ছবি, কোথাও আবার ভাগ করে নিয়েছেন দিল্লিতে প্রেমের মুহূর্ত। শুধু খুশির মুহূর্ত নয়, ছোট্ট ভামিকার জন্মের পরে পাশের বিছানাতেই শুয়ে ক্লান্ত বিরাট বিশ্রাম নিচ্ছেন, অসুস্থ শরীরেও সেই ছবি ফ্রেমবন্দি করেছিলেন অনুষ্কা। বিয়ের জন্মদিনে শেয়ার করে নিলেন সেই ছবিও। কফি মগে বিরাট অনুষ্কার ছবি, পাহাড়ের কোলে, নদীর ধারে ‘ফ্রেমবন্দি লাভ বার্ডস’ । সোশ্যাল মিডিয়ায় ফিরে দেখা ৫ বছরের যত্নে গুছিয়ে রাখা মুহূর্তদের।

 

চিড়িয়াখানায় টিম ‘হামি ২’

তিন খুদেকে নিয়ে লাল্টু মিতালির জুটি এবার চিড়িয়াখানায়! শীতের আমেজ মেখে ঘুরে দেখা হল চিড়িয়াখানার পশুপাখি। শিম্পাঞ্জি বাবুকে দেখে তো দারুণ খুশি তিন ছোট্ট অভিনেতা অভিনেত্রী। আর তাদের বাবা-মায়ের মতোই সামলে, আগলে ঘুরে বেড়ালেন অভিনেতা, পরিচালক, প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও  অভিনেত্রী গার্গী রায়চৌধুরী (Gargee Roychowdhury)। ২৩ তারিখ আসছে ‘হামি ২’ (Haami 2)। আর তার আগে, ছবির ৩ খুদে তারকা, ঋতদীপ সেনগুপ্ত (Ritodeep Sengupta), শ্রেয়ান সাহা (Shreyan Saha) ও অরিত্রিকা চৌধুরী (Aritrika Chowdhuri)দের নিয়ে চিড়িয়াখানা ঘুরে দেখলেন শিবপ্রসাদ-গার্গী। বাঙালি মধ্যবিত্ত পরিবার শীতকালে চিড়িয়াখানায় যাবে না তাও কি হয়! ঘুরতে গিয়েও যেন ছবির চরিত্র সবাই। এক এক করে খাঁচার পশুপাখির সামনে নিয়ে গিয়ে চিনিয়ে দিলেন সব।