Suvendu Adhikary: শুভেন্দুর দেওয়া তিনটি তারিখের আজ প্রথমদিন, কী ঘটতে চলেছে বাংলায়?‌

‘‌ডিসেম্বর ডেডলাইন’‌–এর আজ, সোমবার প্রথমদিন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনটি তারিখ ঘোষণা করেছিলেন। ডিসেম্বর মাসের ১২, ১৪ এবং ২১ তারিখ। এই তিনটি তারিখে রাজ্যে ধামাকা হবে। সুতরাং আজ ১২ ডিসেম্বর। বাংলার মানুষের কৌতূহল বাড়ছে। রবিবারই শুভেন্দু অধিকারী বলেছেন, আগামীদিনে অর্থনৈতিকভাবে দেউলিয়া হবে সরকার। দুর্নীতিতে জড়িতরা সবাই জেলে যাবেন। যদিও পাল্টা আক্রমণ করে কুণাল ঘোষের কটাক্ষ, শ্যামল আদকের গ্রেফতারিই তার প্রমাণ।

এদিকে আজ, সোমবার দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডলের মামলা রয়েছে। সুতরাং কেষ্টর নয়াদিল্লি যাত্রায় আজ কী রায় হয় সেদিকে তাকিয়ে সবাই। তবে সবার নজর শুভেন্দু অধিকারীর দেওয়া তিনটে তারিখের দিকেই। কারণ তিনি বারবার বলে এসেছেন—সরকার পড়ে যাবে, লেম অ্যান্ড ডাক হয়ে পড়বে সরকার এবং বড় ডাকাত ধরা পড়বে। তাই ডিসেম্বর নিয়ে কৌতুহলের পারদও বেড়েছে। আর এবার তো সরাসরি তারিখও বলে দেওয়ায় আজকের দিনটির দিকে তাকিয়ে সকলেই। তাহলে আজ কী সরকার পড়ে যাচ্ছে?‌ এই প্রশ্ন এখন বাংলার পথে–ঘাটে চর্চিত হচ্ছে।

অন্যদিকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘১২–১৪–২১ তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ।’‌ সেখানে আজ মমতা–অভিষেক মেঘালয়ে যাচ্ছেন। আবার ১৭ তারিখ নবান্নের সভাঘরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবার ১৯ ডিসেম্বর সুকান্ত, শুভেন্দু এবং দিলীপকে নয়াদিল্লি তলব করেছেন জেপি নড্ডা। সেখানে এমন কথা কেন বলা হয়েছে?‌ তা জিজ্ঞাসা করতে পারেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি বলে সূত্রের খবর।

তবে এতকিছুর পর ডিসেম্বর সাসপেন্স রাজ্য রাজনীতিতে থেকেই যাচ্ছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দুশেখর রায় প্রশ্ন তুলে বলেন, ‘‌ইডি–সিবিআই আর কেন্দ্রীয় মন্ত্রক কি মিলেমিশে একাকার হয়ে গেল?’‌ আর মদন মিত্র বলেন, ‘‌শুভেন্দু অধিকারী থেকে শুভেন্দু শাস্ত্রী হয়ে গিয়েছে। হাত গোনায় চলে গেল। শুভেন্দু বাস্তব কথাটা তুলে ধরেছে। বিজেপি এখন পুরোপুরি চুন্নি পান্না, ধারনের উপর চলে গিয়েছে। না হলে এভাবে ডেট বলে?’‌