Virat Kohli Pays Emotional Tribute To Cristiano Ronaldo After Portugal’s Shocking WC Exit

মুম্বই: এর আগেও বহু সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) তাঁর কাছে অনুপ্রেরণা। এবার নিজের প্রিয় ফুটবলারের বিদায় মুহূর্তে আবেগঘন পোস্ট করলেন বিরাট কোহলি (Virat Kohli)। কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে পর্তুগাল। শেষ আটে মরক্কোর বিরুদ্ধে হারতে হয়েছে। চোখের জলে বিশ্বজয়ের স্বপ্নকে জলাঞ্জলি দিতে হয়েছে। মরক্কো ম্য়াচের পর টানেল দিয়ে কাঁদতে কাঁদতে সি আর সেভেনের বেরিয়ে যাওয়ার ছবি সবার হৃদয় ভেঙে দিয়েছে। তালিকায় রয়েছেন বিরাটও। 

কী লিখেছেন কোহলি?

নিজের সোশ্যাল মিডিয়ায় সি আর সেভেনের একটি ছবি পোস্ট করে প্রাক্তন ভারত অধিনায়ক লেখেন, ”প্রত্যেক বার মাঠে নিজেকে নিংড়ে দিয়েছ তুমি। কঠিন পরিশ্রম ও অধ্যবসায়ের মূর্ত প্রতীক তুমি। যে কোনও ক্রীড়াবিদের আদর্শ। তুমি আমার কাছে বিশ্বের সর্বকালের সেরা।”

মুখ খুললেন রোনাল্ডো

News Reels

নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে রোনাল্ডো লেখেন, ‘পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতা আমার কে রিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। সৌভাগ্যবশত আমি আন্তর্জাতিক স্তরে বহু খেতাব জেতার পাশাপাশি পর্তুগালের হয়েও ট্রফি জিতেছি। গোটা বিশ্বে আমার দেশের মুখ উজ্জ্বল করাটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। আমি এই স্বপ্ন সত্যি করার জন্য প্রচুর খেটেছি। ১৬ বছরের ধরে আমি পাঁচটি বিশ্বকাপে মহান খেলোয়াড়দের সঙ্গে কাঁধ কাঁধ মিলিয়ে পর্তুগালের হয়ে লড়েছি। সবসময় পর্তুগিজরা আমায় সমর্থন করেছে এবং আমিও দেশের হয়ে আমার সবটা উজার করে দিয়েছি। কখনও লড়াই থেকে পিছিয়ে আসিনি। তবে দুর্ভাগ্যবশত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় সেই স্বপ্ন সার্থক হয়নি। এই হতাশার মধ্যে হঠাৎ করেই কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।’

বিশ্বকাপ চলাকালীনই রোনাল্ডো এবং পর্তুগিজ কোচ ফার্নান্দো স্যান্তোসের মধ্যে মনোমালিন্যের খবর শিরোনাম কেড়েছিল। রোনাল্ডোকে নির্ধারিত ৯০ মিনিটের আগেই মাঠ থেকে তুলে নেওয়া শুরু হয় ঝামেলা। এরপর শেষ দুই ম্যাচে পর্তুগালের প্রথম একাদশে রোনাল্ডোকে সুযোগ দেননি স্যান্তোস। জল্পনা শোনা গিয়েছিল যে সুযোগ না পেয়ে রোনাল্ডো এতটাই ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি নাকি একসময় বিশ্বকাপের মাঝপথেই পর্তুগাল দল ছেড়ে দেশে ফিরতে চেয়েছিলেন। সেইসব জল্পানারও জবাব দেবেন তিনি।

আরও পড়ুন: বিশ্বকাপে শেষ চারের দ্বৈরথে মেসি বনাম মদ্রিচ, কখন, কোথায় দেখবেন ম্যাচ?