লালন শেখ অসুস্থ ছিলেন, তার চিকিৎসা করিয়েছিল রাজ্য সরকার, দাবি অখিল গিরির

ফের একবার ভুল বকলেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। তাঁর দাবি, বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখ অসুস্থ ছিলেন। তার চিকিৎসা করিয়েছিলেন মন্ত্রীমশাই। মঙ্গলবার বারাকপুর সংশোধনাগার পরিদর্শনে এসে একথা বলেন পূর্ব মেদিনীপুরের রামনগরের বিধায়ক।

সোমবার সন্ধ্যায় রামপুরহাটের পান্থশ্রী অতিথিনিবাসে অস্বাভাবিক মৃত্যু হয় বগটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তথা তৃণমূল নেতা লালন শেখের। সিবিআইয়ের দাবি, তাদের অস্থায়ী ক্যাম্প অফিসের শৌচাগারে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় লালন শেখকে। লালনের মৃত্যু নিয়ে দিনভর উত্তপ্ত হয়ে ওঠে রামপুরহাটসহ বীরভূমের একাংশ। দফায় দফায় বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা। বিকেলে এই মৃত্যু নিয়ে কারা প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া চাওয়া হয়।

জবাবে অখিল গিরি বলেন, ‘সংশোধনাগারে অনেকেই অসুস্থ হয়ে আসেন। সরকার তাদের সাধ্যমতো চিকিৎসা করায়। জেলের হাসপাতালে দরকারে বাইরের হাসপাতালেও চিকিৎসা করানো হয়। কিন্তু কেউ মারা গেলে তো কিছু করার নেই।’

প্রশ্ন হল গত ৪ ডিসেম্বর লালন শেখকে গ্রেফতার করেছে সিবিআই। তার পর থেকে সিবিআই হেফাজতে ছিল সে। প্রথমে ৬ দিন ও পরে ৩ দিন সিবিআই হেফাজতের নির্দেশ দেয় রামপুরহাট আদালত। দ্বিতীয় দফার হেফাজতের দ্বিতীয় দিনে মৃত্যু হয় লালনের। প্রশ্ন হল, লালন শেখ জেলে গেলেন কবে যে রাজ্য সরকার তার চিকিৎসা করাবে?

বলে রাখি, রামপুরহাটের বগটুই গণহত্যায় প্রধান অভিযুক্ত ছিল লালন শেখ। তার নির্দেশেই গ্রামে সোনা শেখের বাড়িতে আগুন ধরানো হয়েছিল। যাতে জীবন্ত পুড়ে মৃত্যু হয়েছিল ৯ জনের।