Kalburgi Railway station: স্টেশনের আদল, রঙ নিয়ে নয়া বিতর্ক! বিজেপি শাসিত কর্ণাটকে হিন্দু সংগঠনের দাবির পর কী ঘটল?

স্টেশনের রঙ নিয়ে এবার বিতর্ক। এই ঘটনা কর্ণাটকের কালবুর্গী রেলস্টেশনের। সেখানে দক্ষিণপন্থী সংগঠন ‘হিন্দু জাগৃতি সেনে’ স্টেশনের আদল নিয়ে প্রশ্ন তুলেছে। সঙ্গে তারা স্টেশনের রঙ নিয়েও নতুন করে সওয়াল করছে। এই ঘটনা ঘিরেই কর্ণাটকে ফের একবার নয়া বিতর্ক দানা বেঁধেছে। 

কর্ণাটকের কালবুর্গী স্টেশনের রঙ আগে ছিল সবুজ। এরপর এই স্টেশনের রঙ পাল্টে ফেলে এখন সাদা রঙ করার প্রক্রিয়া শুরু হয়েছে। নেপথ্যে রয়েছে ওই হিন্দু সংগঠনের দাবি। জানা গিয়েছে, রেলের তরফে তৎপরতা নিয়ে এই স্টেশনের রঙ পাল্টে ফেলা হচ্ছে। ‘হিন্দু জাগৃতি সেনে’ সংগঠনের দাবি, এই স্টেশনের আদল মসজিদের মতো। স্টেশনের কেন্দ্রীয় ভাগের গোলাকার আদল মূলত মসজিদের মতো বলে দাবি করা হচ্ছে। এই কট্টরপন্থী হিন্দু সংগঠন সদ্য কর্ণাটকে একটি মিছিল সংগঠিত করে। সেই মিছিল থেকে এই স্টেশনের আদল ও রঙ পাল্টানোর দাবি করে তারা। এদিকে, পরিস্থিতি যাতে অপ্রীতিকর কোনও দিকে না যায়, সেদিকে তাকিয়ে পুলিশের তরফে এলাকায় কড়া পাহারা দেওয়া হয়। শুরু হয়েছে স্টেশনকে নতুন করে রঙ করার কাজ। এই রঙ করার সময়কালে স্টেশন চত্বর জুড়ে রয়েছে কড়া পাহারা।

এর আগে, নভেম্বর মাসে কর্ণাটকের মাইসুরুতে একটি বাস স্টেশন ঘিরে বিতর্ক দানা বাঁধে। বিতর্ক ওঠে যে, কর্ণাটকের মাইসুরুর বাস স্টেশনের আদলটি একটি মসজিদের মতো। বিজেপি শাসিত কর্ণাটকে স্থানীয় বিজেপি বিধায়ক প্রতাব সিংহ এই বাস স্টেশন গুঁড়িয়ে দেওয়ার দাবি তোলেন। তিনি প্রশ্ন তোলেন বাস স্টেশনের আদল নিয়ে। সেখানে বড়সড় ‘ডুম’ নিয়ে প্রশ্ন তোলেন এই বিজেপি বিধায়ক। এরপরই স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেয়। সরিয়ে দেওয়া হয় ওই বিতর্কিত দুটি ডুম।