Mamata Banerjee : মেঘালয়ে লক্ষ্মীর ভাণ্ডারের মতো ‘উই কার্ডে’র প্রতিশ্রুতি মমতার, বাড়বে টাকার অঙ্ক

আগামী বছর ফেব্রুয়ারিতে বিধানসভা ভোটে মেঘালয়ে। সে সফরে গিয়ে বড় ঘোষণা করলেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় এলে সে রাজ্যেও লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চালু করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার সফরের দ্বিতীয় দিনে একাধিক কর্মসূচি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ দিন তিনি কেন্দ্রীয় লাইব্রেরির সভাঘরে আয়োজিত এক কর্মীসভায় বক্তব্য রাখেন। সেখানে তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন সামাজিক প্রকল্পের কথা বলেন। সেই প্রসঙ্গেই তিনি বলেন, তৃণমূল সরকার ক্ষমতায় এলে রাজ্য লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চালু হবে। যে প্রকল্পে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে বলে তিনি আশ্বাস দেন। সেই টাকার অঙ্ক পশ্চিমবঙ্গে থেকে বেশি। ‘উই কার্ড’ নামে এই প্রকল্পে মহিলাদের অ্যাকাউন্টে হাজার টাকা করে দেওয়া বলে ঘোষণা করেন তিনি।

রাজ্য দ্বিতীয়বার তৃণমূল সরকার আসার পিছনে মহিলাদের ভোট প্রাপ্তি একটা বড় কারণ বলে মনে করছেন ভোট বিশেষজ্ঞরা। মেঘালয়েও তৃণমূলের সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন মহিলারা তেমনটাই মনে করেছে দল। সে কারণে এই লক্ষীর ভাণ্ডারের মতো প্রকল্পের ঘোষণা মেঘালয়েও করলেন মুখ্যমন্ত্রী।

কর্মিসভায় বাংলার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মেঘালয়ের উন্নয়নে কেন্দ্র কেন নজর দিচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।