PM Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনায় সমীক্ষার কাজ না করার দাবি, বিক্ষোভ আশা-অঙ্গনওয়াড়িদের

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি নিয়ে বিতর্কে রাজ্য সরকার। এরই মধ্যে এবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় সমীক্ষার কাজ না করার দাবি জানালেন আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা। এই দাবিতে আজ মঙ্গলবার তাঁরা ওয়েলিংটন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন। এই মিছিলের জেরে ধর্মতলা চত্বরে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়।

বিক্ষোভকারী আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বক্তব্য, তাঁদের উপর জোর করে প্রধানমন্ত্রী আবাস যোজনা সমীক্ষার কাজ চাপিয়ে দেওয়া হয়েছে। তাঁরা কিছুতেই দফতর বহির্ভূত কাজ করবেন না। এর ফলে তাঁদের উপর চাপ বাড়লেও সেভাবে বেতন বাড়ছে না। এর পাশাপাশি মৃত আশা কর্মীর মৃত্যুতে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তাঁরা। সেই সঙ্গে সরকারি স্বীকৃতির দাবি জানিয়েছেন। সব মিলিয়ে মোট ১৩ দফা দাবিতে ওয়েলিংটন থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, মিছিল শেষ স্বাস্থ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছেও ডেপুটেশন জমা দেওয়ার কথা হয়েছে। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, প্রধানমন্ত্রী আবাস যোজনা সমীক্ষা নিয়ে যে অর্ডার বেরিয়েছে অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে। না হলে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। এদিন আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ ধরে ওয়েলিংটন এবং ধর্মতলায় যান চলাচল ব্যাহত হয়। ফলে কর্মব্যস্ত দিনে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।