Visva Bharati University: ফের অশান্ত বিশ্বভারতী, নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি, মারধর পড়ুয়াদের!

ফের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অশান্তি। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ২১ দিন ঘেরাও থাকার পর আজ মঙ্গলবার বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করলে তাঁকে ঘিরে বিক্ষোভ করেন পড়ুয়ারা। পুলিশ, নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি শুরু হয়। আবারও পড়ুয়াদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে।

এদিন সকালে পঞ্চাশেরও বেশি নিরাপত্তা রক্ষী উপাচার্যকে নিরাপত্তা দিয়ে বাস ভবন থেকে বাইরে বের করেন। সেই সময় উপাচার্যকে ঘিরে বিক্ষোভ, স্লোগান দিতে শুরু করেন পড়ুয়ারা। রাস্তা থেকে সরতে না চাইলে তাঁদের সঙ্গে নিরাপত্তারক্ষী এবং পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। সেখানে পড়ুয়াদের মারধর করা হয় বলে অভিযোগ। তারই মধ্যে বাসভবন থেকে উপাচার্য বেরিয়ে যেতে সক্ষম হলেও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে ফের পড়ুয়াদের বাঁধার মুখে পড়েন উপাচার্য। আন্দোলনকারী পড়ুয়ারা বিশ্বভারতীর সেন্ট্রাল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করেন। ফলে মূল ফটকের বাইরে উপাচার্য সহ দেড়শো জন অধ্যাপক অধ্যক্ষকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়।

প্রসঙ্গত, বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবন পূরবীর সামনে টানা ২১ দিন ধরে বিক্ষোভ করছেন পড়ুয়ারা। তাঁদের দাবি, স্বৈরাচারী উপাচার্যকে পদত্যাগ করতে হবে। পড়ুয়াদের বিক্ষোভের মুখ পড়ে এদিন বিশ্বভারতীতে ঢোকার আগে প্রায় এক ঘণ্টা ধরে বাইরে দাঁড়িয়ে থাকতে হয় উপাচার্যকে। উল্লেখ্য, দিন কয়েক আগে পড়ুয়ারা উপাচার্যের কাছে একটি স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন। সেই সময় নাকি তাঁদের গুলি করে মারার নিদান দিয়েছিলেন উপাচার্য।