Bengal Keep Fighting As UP Gather Vital Lead In Ranji Tie

ইডেন: ঘরের মাঠ। রঞ্জি ট্রফির মঞ্চ। চেনা পরিবেশ, চেনা সমর্থক, চেনা আবহাওয়া। কিন্তু এত কিছুর পরও উত্তরপ্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে কিছুটা চাপে বাংলা। তার একটাই কারণ, দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমে বাংলার থেকে অনেকটাই রান এগিয়ে গিয়েছে উত্তরপ্রদেশ। এখনও তাদের হাতে ৬ উইকেট রয়েছে। প্রথম ইনিংসে উত্তরপ্রদেশের ১৯৮ রানের জবাবে বাংলা ১৬৯ রান করে। দ্বিতীয় ইনিংসে ফের ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১২২ রান বোর্ডে তুলেছে উত্তরপ্রদেশ।

টস জিতে গতকাল প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। বোলাররা অধিনায়কের আস্থার মর্যাদা রেখেছিলেন। ঈশান, শাহবাজদের বোলিংয়ে ১৯৮ রান গুটিয়ে যায় রিঙ্কু সিংহের দল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলার ব্য়াটাররাও বড় রান বোর্ডে তুলতে পারেননি। ১৬৯ রানে বাংলার প্রথম ইনিংস শেষ হয়ে যায়। মনোজ ২৩ রান করেন। অনুষ্টুপ, সুদাপ ঘরামি দু অঙ্কের স্কোর করতে পারেননি। শেষের দিকে সায়ন মণ্ডল, শাহবাজ ও আকাশদীপের ব্যাটে দেড়শোর গণ্ডি পেরিয়ে যায় বাংলা। 

দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে দিনের শেষে ১২২/৪ উত্তরপ্রদেশের স্কোর। ৪৪ রানে রিঙ্কু সিংহ ও ৪৭ রানে আকাশদীপ নাথ অপরাজিত রয়েছেন। ঈশান পোড়েল ২ উইকেট নেন। ১টি করে উইকেট পান সায়ন মণ্ডল ও আকাশদীপ।

উল্লেখ্য, প্রথম ইনিংস উত্তরপ্রদেশকে ১৯৮ রান অল আউট করার পরও উত্তরপ্রদেশের দুই পেসার অঙ্কিত রাজপুত ও শিবম মাভি রীতিমতো থরহরিকম্প ফেলে দেন বাংলা শিবিরে। ঘটনাচক্রে, দুজনই কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তনী। এবং ইডেন গার্ডেন্সকে (Eden Gardens) চেনেন হাতের তালুর মতো। তিন উইকেট নিয়েছেন শিবম। অঙ্কিতের ঝুলিতে এক উইকেট। ব্যাট হাতেও বাংলার বিরুদ্ধে সেরা ইনিংসটা খেললেন এক কেকেআর তারকাই। রিঙ্কু সিংহ। ৭৯ রান করলেন তিনি। প্রিয়ম গর্গ করেন ৫৩ রান।

News Reels

সচিনকে ছুঁলেন অর্জুন

রঞ্জিতে অভিষেকেই সেঞ্চুরি হাঁকালেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জন তেন্ডুলকর। গোয়ার হয়ে রঞ্জিতে অভিষেক করেছিলেন সচিন পুত্র। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে ২০৭ বলে ১২০ রানের ইনিংস খেললেন অর্জুন। আর এই ইনিংসের সঙ্গে সঙ্গে বাবাকে ছুঁয়ে ফেললেন অর্জুন। ১৯৮৮ সালে গুজরাতের বিরুদ্ধে রঞ্জিতে অভিষেক হয়েছিল ১৬ বছরের সচিনের। সেই ম্যাচে শতরান হাঁকিয়েছিলেন তিনি। ৩৪ বছর পর সেই নজির গড়লেন তাঁর ছেলে অর্জুন তেন্ডুলকরও। 

প্রথম দিনে সাত নম্বরে ব্যাট করতে নেমে ৪ রানে অপরাজিত ছিলেন অর্জুন। এদিন সূয়াশ প্রভুদেশাইয়ের সঙ্গে জুটি বেঁধে ২২১ রানের বিশাল পার্টনারশিপ গড়েন সচিন পুত্র। সূয়াশ ৪১৬ বলে ২১২ রান হাঁকান। প্রথম শ্রেণির ক্রিকেটে সূয়াশের এটি প্রথম দ্বিশতরান। দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৪৯৩ রান বোর্ডে তুলেছে গোয়া।