Health and wellness center: এবার শহরে সুস্বাস্থ্য কেন্দ্র, মিলবে দুরারোগ্য রোগ চিকিৎসায় বিশেষজ্ঞের পরামর্শ

গ্রামের পর এবার শহরেও সুস্বাস্থ্য কেন্দ্র (হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টার) গড়ে তুলবে রাজ্য সরকার। সমস্ত পুর এলাকাতে এই ধরনের স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পুর ও নগরোন্নয়ন দফতরের সাম্প্রতিক নির্দেশিকা অনুসারে পুর এলাকায় ৩৬৭টি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে। নতুন বছরের শুরু থেকেই স্বাস্থ্যকেন্দ্রগুলিকে চালু করার কথা বলে হয়েছে ওই নির্দেশে।

গ্রামাঞ্চলে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্রগুলি। সাধারণ চিকিৎসা পরিষেবার পাশাপাশি টেলিমেডিসন পরিষেবার মাধ্যমের ক্যান্সারের মতো দুরারোগ্য অসুখের ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকেরও পরামর্শ পাওয়া যায় ওই স্বাস্থ্য কেন্দ্রগুলিতে। এবার শহরের মিলবে এই পরিষেবা। পুর এলাকায় ইতিমধ্যেই যে উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলি রয়েছে সেগুলিকে সুস্বাস্থ্য কেন্দ্রে পরিণত করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোথায় ঘর না পাওয়া যায় সেক্ষেত্রে ঘর ভাড়া নেওয়ারও কথা বলা হয়েছে।

কোথায় ক’টি কেন্দ্র হবে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে নির্দেশিকায়। হাওড়ায় ৮৯টি, বালিতে ১২ ও উলুবেড়িয়ায় ৭ কেন্দ্র হবে। আসানসোলে ২০টি ও বিধাননগর পুর এলাকায় ২০টি কেন্দ্র হবে। অন্য দিকে দুর্গাপুর ও শিলিগুড়ি ১৮টি করে সুস্বাস্থ্য কেন্দ্র পাবে। পানিহাটি ও ভাটপাড়া পাবে ১০টি। হুগলির চন্দননগরে ৫টি শ্রীরামপুরে ৬টি কেন্দ্র তৈরি হবে। আলিপুরদুয়ারে ১টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে। ২০২৩-২৪ অর্থবর্ষ খাতে এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলির জন্য অর্থবরাদ্দ করা হয়েছে।