Howrah: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল বিধায়কদের নামে চিটিংবাজ, চোর লেখা ব্যানার

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে ব্যানারে ছেয়ে গেল এলাকা। তাতে তৃণমূল বিধায়ককে ধান্দাবাজ, চিটিংবাজ বলে অভিযোগ তোলা হয়েছে। উল্লেখযোগ্যভাবে এই ব্যানার লিখেছে তৃণমূলের কর্মীরা। এমনটাই দাবি জানানো হয়েছে ব্যানারে। তৃণমূল কংগ্রেসের হাওড়া সদর জেলা সভাপতি ও ডোমজুড় বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে এই ব্যানার করেছে। এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ব্যানার করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের অভিযোগ তুলেছে বিজেপি। পাল্টা এরজন্য বিজেপিকে দায়ী করেছে তৃণমূল।

কী লেখা রয়েছে ব্যানারে?

নীল রংয়ের এই ব্যানারে লেখা রয়েছে, ‘গলি গলি মে শোর হ্যায়, কল্যাণ ঘোষ সবসে বড়া চিটিংবাজ, ধান্দাবাজ, তোলাবাজ আর চোর হ্যায়।’ এরপরেই লেখা রয়েছে, ‘হাওড়ার মানুষ ডাক দিচ্ছে কল্যাণ ঘোষ নিপাত যাক।’ ব্যানারের একেবারে নিচে লেখা রয়েছে, তৃণমূল কর্মীবৃন্দের তরফে এই ব্যানার প্রচার করা হচ্ছে। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে শাসক দল থেকে বিজেপিতে যোগদানকারী নেতাদের উল্লেখ করে এই ধরনের পোস্টার ও ব্যানার পড়েছিল। তাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল। ফের পঞ্চায়েত নির্বাচনের আগে বিপুল ভোটে জয়ী হওয়া ডোমজুড় কেন্দ্রের বিধায়ক তথা সদর জেলা সভাপতির নামে এই ধরণের ব্যানারকে কেন্দ্র করে শাসক দলের কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

এই ঘটনায়কে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে দাবি করেছে বিজেপি। যদিও পাল্টা বিজেপির বিরুদ্ধে ব্যানার টাঙানোর অভিযোগ তুলেছেন বিধায়ক কল্যাণ ঘোষ। তাঁর অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপির কর্মীরা এই ব্যানার টাঙিয়েছে। তিনি জানান, ‘এলাকার পঞ্চায়েত সভাপতিকে থানায় অভিযোগ দায়ের করতে বলেছি। তার ভিত্তিতে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে। তাহলে বোঝা যাবে কারা এই ব্যানার দিয়েছে।’ তৃণমূল মন্ত্রী অরূপ রায়ও এর জন্য বিজেপিকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘আমি নিশ্চিত এটা বিজেপির কাজ। ভোটের আগে ওরা তৃণমূলকে বদনাম করতে চাইছে।’