PM Awas Yojana: নাম রয়েছে আবাস যোজনার তালিকায়, পরিদর্শনে গিয়ে ‘থ’ কালচিনির বিডিও

নাম রয়েছে আবাস যোজনার তালিকায়, অথচ সেই ব্যক্তির পেল্লাই সাউজের পাকা বাড়ি। কোথাও আবার মেঝেতে মার্বেল পাথর বসানো। জেলা জুড়ে এমন ভুরি ভুরি ঘটনা সামনে আসছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা নিয়ে অনুসন্ধানে বেরিয়ে একই অভিজ্ঞতার সন্মুখীন হলেন আলিপুরদুয়ারের ব্লক আধিকারিকেরা। 

কালচিনি ব্লকের লতাবাড়ি এলাকায় পরিদর্শনে  গিয়ে তাঁরা দেখেন, রীতিমতো পাকা ঘর, দোতলা বাড়ি রয়েছে ঘর প্রাপকের তালিকায় নাম থাকা ব্যক্তিদের। প্রাপক তালিকায় যাদের নাম রয়েছে তাঁদের ঘর দেখে হতবাক খোদ বিডিও।

এ নিয়ে কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ বলেন, ‘অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা ফিল্ড ভিজিট করার পর এখনও চূড়ান্ত তালিকা হয়নি। আমরা গ্ৰামবাসীদের সুযোগ দিয়েছি কারও কোনও অভিযোগ থাকলে তা জানাতে’। তাঁর এই উদ্যোগের পর ভুরি ভুরি অভিযোগ আসে তাঁর কাছে। 

গ্ৰামবাসীরা অভিযোগ উপর ভিত্তি করে, তালিকা নিয়ে পরিদর্শনের গিয়েই তিনি হতবাক। বিডিওর কথায়, ‘আমরা পরিদর্শনে গিয়ে অবাক। যারা ঘর পাওয়ার যোগ‍্য নয় তাদের নাম রয়েছে গিয়েছে তালিকায়’। তবে তিনি আশ্বাস দিয়েছেন, ওই ধরনের ব্যক্তির নাম তালিকায় থাকবে না। তিনি বলেন, ‘কালচিনি ব্লকে একদম এসব বরদাস্ত করব না। আমরা প্রতিটা এলাকা ধরে পরিদর্শন করছি’।