Winter special Train: বড়দিনে পুরী না দার্জিলিং? স্পেশাল ট্রেনের সময় জেনে নিন

শীতে পর্যটকদের ভিড় সামলাতে এবার কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি,শিয়ালদা থেকে পুরীগামী স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলির সময়সূচি দেখে নেওয়া যাক। বুকিং কবে থেকে শুরু জেনে নিন সেটাও।

০৩১২৯ কলকাতা- এনজেপি উইন্টার স্পেশাল কলকাতা স্টেশন থেকে ছাড়বে রাত ১১টা ৩০ মিনিটে। ২৫ ডিসেম্বর এই ট্রেনটি রয়েছে। পরের দিন সকাল ১০.১০ মিনিটে এটি এনজেপি পৌঁছবে। অন্যদিকে ০৩১৩০ এনজেপি- কলকাতা স্পেশাল ট্রেন ২৬ ডিসেম্বর ১২.৩৫ মিনিটে ছাড়বে। পরের দিন রাত ১২টা ৫০ মিনিটে এটি কলকাতা পৌঁছবে। ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদা টাউন, বারসই, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি রোড স্টেশনে থামবে।

০৩১০৩ শিয়ালদহ-পুরী স্পেশাল ট্রেন ২৫ ডিসেম্বর শিয়ালদা ছাড়বে রাত ১১টা ৫০ মিনিটে। পরের দিন ৯টা ৩৫ মিনিটে পুরীতে পৌঁছবে। ০৩১০৪ পুরী শিয়ালদা স্পেশাল ট্রেন ২৬ ডিসেম্বর পুরী থেকে ছাড়বে দুপুর ৩টে ৫০ মিনিটে। পরের দিন রাত ২টো তে ট্রেনটি শিয়ালদা পৌঁছবে।

ট্রেনটি দুদিকেই ভট্টনগর, আন্দুল, খড়গপুর, বালাসোর, ভদ্রক,জয়পুর কে রোড, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড স্টেশনে থামবে।

রেল জানিয়েছে ১৬ ডিসেম্বর থেকে ট্রেনের বুকিং শুরু হচ্ছে। এক্ষেত্রে ততকালের কোনও কোটা থাকবে না। বুকিংয়ের ছাড়ও থাকবে না। ট্রেনে স্লিপার ও এয়ারকন্ডিশনড ব্য়বস্থা থাকছে। রেল থেকে সময়সূচি আরও একবার মিলিয়ে নিন।

মূলত বড়দিনের ছুটি কাটাতে যারা দার্জিলিং অথবা পুরী যেতে চাইছেন অথচ টিকিট পাননি তাঁরা একবার এই ট্রেনে চেষ্টা করতে পারেন। কপালে থাকলে এখানে টিকিট মিলেও যেতে পারে। পর্যটকদের কাছে এটা একটা বড় পাওনা এবার।