Anti-Rape Footwear: ধর্ষককে কারেন্ট মেরে ভাগাবে জুতো! স্কুল ছাত্রীর অভিনব আবিষ্কার

সারা পৃথিবীতেই মহিলাদের উপর অত্যাচারের পরিমাণ বাড়ছে। বাড়ছে ধর্ষণ, শ্লীলতাহানীর মতো ঘটনা। কিন্তু কী করে এই ধরনের ঘটনা আটকানো যায়, তা নিয়ে রাস্তা বার করতে পারছেন না কেউই। এমন পরিস্থিতিতে মহিলাদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে অভিনব এক আভিষ্কার করে ফেলল দশম শ্রেণির এক ছাত্রী।

কর্ণাটকের এক স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করেন বিজয়লক্ষ্মী বিরাদার। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, গত তিন বছর ধরে একমন কিছু যন্ত্র তিনি তৈরি করার চেষ্টা করছিলেন, যা মহিলাদের নিরাপত্তা বাড়াতে পারে। আর সেই লক্ষ্যেই এই জুতো বানিয়েছেন তিনি। 

কেমন এই জুতো?

এই জুতোয় থাকছে ব্যাটারি। কেউ হেনস্থা করতে এলে, বিশেষ কায়দায় অন করে নেওয়া যাবে, জুতোর মধ্যে থাকা সুইচ। আর তার পরেই মোক্ষম আঘাত। জুতো দিয়ে ইলেকট্রিক শক দেওয়া যাবে হেনস্থাকারীকে। 

তবে এখানেই শেষ নয়। এই জুতোয় থাকছে আরও একটি জিনিস। সেটি মহিলাদের নিরাপত্তা আরো নিশ্চিত করবে। এই জুতোয় থাকছে জিপিএস ব্যবস্থাও। তাতে যিনি জুতোটি পরে আছেন, তিনি কোথায় রয়েছেন, তাও টের পাবেন তাঁর বাড়ির লোকজন।

সব মিলিয়ে এই ধরনের জুতো জোড়া আগামী দিনে মহিলাদের নিরাপত্তা অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিজয়লক্ষ্মী। তাঁর পরিবারের মানুষও এই আবিষ্কারে খুব খুশি। তাঁরাও জানিয়েছেন, আশপাশের পরিস্থিতি দেখে বিজয়লক্ষ্মী অনেক দিন ধরেই এমন কিছু বানাতে চাইছিলেন। শেষ পর্যন্ত সেই লক্ষ্যে সফল হলেন তিনি।

তবে আগামী দিনে এই জুতোকে আরও উন্নত করতে চান বলেও জানিয়েছেন বিজয়লক্ষ্মী। ভারতের বাইরেও এটি পৌঁছে দেওযার কথা ভাবছেন অনেকে।