Cristiano Ronaldo Is Training At Real Madrid’s Training Ground

মাদ্রিদ: কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে হেরে পর্তুগালের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) ভবিষ্যতে বিশ্বকাপের মঞ্চে আদৌ আর খেলতে দেখা যাবে কি না, সেই নিয়েও জল্পনা চলছেই। পর্তুগালের পরাজয়ের পর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ‘সিআর৭’। তবে তার সপ্তাহখানেক পার হতে না হতেই অনুশীলনে নেমে পড়লেন পর্তুগিজ তারকা।

ফ্রি-এজেন্ট রোনাল্ডো

বিশ্বকাপের শুরুর দিকেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাব ও কোচের বিরুদ্ধে মুখ খোলার পরেই আভ্যন্তরীন বোঝাপড়ার মাধ্যমে রোনাল্ডোর চু্ক্তি বাতিল করা হয়েছে। বর্তমানে ফ্রি-এজেন্ট রোনাল্ডো। তাঁকে নতুন ক্লাব খুঁজতে হবে। মাঝে জল্পনা শোনা যাচ্ছিল তিনি সৌদি আরবের আল নাসের ক্লাবে যোগ দিতে পারেন। তবে তা জল্পনার পর্যায়েই রয়েছে। এরই মাঝে নিজের প্রাক্তন দল রিয়াল মাদ্রিদের (Real Madrid) অনুশীলন মাঠেই নেমে পড়লেন রোনাল্ডো। তিনি আপাতত স্পেনের রাজধানী মাদ্রিদেই রয়েছেন এবং সেখানেই বেশ কয়েকদিন অনুশীলন সারবেন।

অনুশীলনসঙ্গী পুত্র

News Reels

তবে রোনাল্ডো আপাতত মাদ্রিদে অনুশীলন করলেও, তাঁর সঙ্গে কিন্তু রিয়ালের চুক্তি নিয়ে কোনওরকম কথাবার্তা হয়নি। নয় বছর রিয়ালের হয়ে খেলেছেন রোনাল্ডো। তাঁর সঙ্গে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সম্পর্ক বেশ ভাল। সেই সুসম্পর্কের সুবাদেই ক্লাবহীন রোনাল্ডো যাতে নিজেকে ফিট রাখতে পারেন তার জন্য রিয়ালের ভালদেবেবাস অনুশীলন মাঠে তাঁকে অনুশীলন করার সুযোগ করে দেওয়া হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) রোনাল্ডো ও তাঁর জেষ্ঠপুত্র মিলে সেই মাঠেই অনুশীলন সারেন। 

এর আগেও বহু সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর অনুপ্রেরণা। এবার নিজের প্রিয় ফুটবলারের বিদায় মুহূর্তে আবেগঘন পোস্ট করলেন বিরাট কোহলি (Virat Kohli)। কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে পর্তুগাল। শেষ আটে মরক্কোর বিরুদ্ধে হারতে হয়েছে। চোখের জলে বিশ্বজয়ের স্বপ্নকে জলাঞ্জলি দিতে হয়েছে। মরক্কো ম্য়াচের পর টানেল দিয়ে কাঁদতে কাঁদতে সি আর সেভেনের বেরিয়ে যাওয়ার ছবি সবার হৃদয় ভেঙে দিয়েছে। তালিকায় রয়েছেন বিরাটও। নিজের সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর একটি ছবি পোস্ট করে প্রাক্তন ভারত অধিনায়ক লেখেন, ”প্রত্যেক বার মাঠে নিজেকে নিংড়ে দিয়েছ তুমি। কঠিন পরিশ্রম ও অধ্যবসায়ের মূর্ত প্রতীক তুমি। যে কোনও ক্রীড়াবিদের আদর্শ। তুমি আমার কাছে বিশ্বের সর্বকালের সেরা।”

আরও পড়ুন: মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্তিনার সামনে ফ্রান্স