Kareena kapoor Viral video: ব্যায়ামে ব্যস্ত ছিলেন করিনা, এমন সময় ছেলে এসে যা করল, দেখে সবাই অবাক

ছোট্ট সোনাকে নিয়ে অনেক মায়েরাই জিম করতে যান। এতে জিম করতে করতে একরত্তির খেয়াল রাখা যায়। তবে জিমে গিয়ে একরত্তি শিশু সবসময় চুপটি করে বসে থাকবে, এমন নাও হতে পারে। তার একটু আধটু দুষ্টুমি দেখতে সবার ইচ্ছে করে‌। আর ঘটনাক্রমে সেও যদি দুষ্টু হয়, তাহলে তো কথাই নেই। ছোট্ট খুদে চটপটে হলে অনেক সময় তারও ব্যায়ামের শখ হয়। তাছাড়া জিমে নানারকম যন্ত্রপাতি থাকে। চোখের সামনে চলে হরেক রকম ব্যায়ামের কায়দা। এসব দেখে কার না একটু কসরত করতে ইচ্ছে করে! ফলে মাকেও মাঝে মাঝে ব্যায়ামে সঙ্গে দিতে পারে খুদে। যোগ ব্যায়ামে ব্যস্ত মা একটি নির্দিষ্ট আসন করছে। হয়তো দেখা গেল, খুদেও গুটি গুটি পায়ে এগিয়ে এল মায়ের কাছে। মায়ের দেখাদেখি সেও ব্যায়াম শুরু করে দিল। এই সুন্দর আদুরে মুহূর্তগুলি সত্যিই বাঁধিয়ে রাখার মতো।

সম্প্রতি করিনা কাপুরের সঙ্গেও একই ঘটনা ঘটেছে। তারকাদের নিয়মিত ব্যায়ামের কড়াকড়িতে থাকতে হয়। এদিন ইনস্টাগ্ৰামের একটি ভিডিয়োতে অভিনেত্রীকে যোগাসন করতে দেখা যায়। অশ্ব সঞ্চালনাসন ব্যায়ামটির কায়দায় মেঝের উপর হাত দিয়ে ঝুঁকে ছিলেন করিনা। এমন সময় পাশ থেকে তাঁর মিষ্টি পুত্র সন্তান জাহাঙ্গীর হামা দিয়ে এগিয়ে আসে। ঢুকে যায় তাঁর পেটের তলায়। দেখা যায় করিনা দুই হাতের ফাঁক দিয়ে মাথা নিচু করে জেহকে মজার ইঙ্গিত করছেন। জেহও বড় বড় চোখে হাসি মুখে তাকিয়ে রয়েছে মায়ের দিকে।

মা ও ছেলের মিষ্টি ভিডিয়োটি করিনার প্রশিক্ষক অনুষ্কা পারওয়ানি তাঁর ইন্সটাগ্রামে শেয়ার করেন।‌ ক্যাপশনে লেখেন ‘কোনও ক্যাপশনের প্রয়োজন নেই, আমার সারা সপ্তাহটাই সুন্দরভাবে শুরু হল।’ শেয়ার করার পর থেকেই প্রচুর সংখ্যক লাভ রিয়্যাক্ট ও কমেন্টে পড়তে থাকে। অনেকেই বলতে থাকেন মা ও ছেলের খুনসুটি দেখে সত্যিই মন ভালো হয়ে গেল। একজন কমেন্টে জানান, শিশুর প্রথম খেলার সঙ্গী হল মা।