WhatsApp Pay India chief quits: দায়িত্ব গ্রহণের চার মাসের মধ্যেই পদত্যাগ হোয়াটসঅ্যাপ পে ইন্ডিয়ার প্রধানের

পদত্যাগ করলেন হোয়াটসঅ্যাপ ইন্ডিয়ার পেমেন্ট ব্যবসার প্রধান বিনয় চোলেট্টি। এই ভূমিকায় চার মাস আগেই দায়িত্ব গ্রহণ করেছিলেন বিনয়। এরই মধ্যে তিনি পদত্যাগের ঘোষণা করলেন। প্রসঙ্গত, সাম্প্রতিককালে ভারতে মেটা প্ল্যাটফর্ম ইনকর্পোরেটেডের সিনিয়র পর্যায়ের আধিকারিকরা পরপর পদত্যাগ করেছেন। সেই ধারাবাহিকতা বজায় থাকল বিনয়ের পদত্যাগে। বিনয় জানিয়েছেন তিনি হোয়াটসঅ্যাপ ছেড়ে অন্য এক সংস্থায় যোগ দিচ্ছেন।

নিজের পদত্যাগ নিয়ে লিঙ্কডইনে একটি পোস্ট করে বিনয় লেখেন, ‘আমি আমার পরবর্তী অভিযানের দিকে এগিয়ে যাচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভারতে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে হোয়াটসঅ্যাপ। দেশের আর্থিক অন্তর্ভুক্তিকে অসাধারণভাবে রূপান্তরিত করার ক্ষমতা রয়েছে হোয়াটসঅ্যাপের। আগামী বছরগুলিতে হোয়াটসঅ্যাপকে নিজের সম্ভাবনা পূরণ করতে দেখতে চাই আমি।’ এদিকে বিনয়ের পদত্যাগ প্রসঙ্গে মেটার তরফে এখনও কিছু বলা হয়নি।

উল্লেখ্য, এর আগে গত সেপ্টেম্বরে হোয়াটস্যাপ পে ইন্ডিয়ার প্রধান পদ থেকে পদত্যাগ করে অ্যামাজনে যোগ দিয়েছিলেন মনেশ মহাত্মে। এরপররই সেই দায়িত্ব গ্রহণ করেন বিনয় চোলেট্টি। তবে দায়িত্ব গ্রহণের চার মাসের মধ্যেই সরে দাঁড়ালেন বিনয়ও। এর আগে সম্প্রতি পদত্যাগ করেছিলেন হোয়াটসঅ্যাপ ইন্ডিয়ার প্রধান অভিজিৎ বসু। এছাড়া পদত্যাগ করেছিলেন মেটা ইন্ডিয়ার পাবলিক পলিসি ডিরেক্টর রাজীব আগরওয়াল এবং মেটার ইন্ডিয়ার প্রধান অজিত মোহনও।

এদিতে বিনয় হোয়াটসঅ্যাপ পে-তে যোগ দিয়েছিলেন গত ২০২১ সালের অক্টোবর মাসে। এর আগে তিনি সাতবছর অ্যামাজনে কাজ করেছেন। উল্লেখ্য, অ্যামাজন পে, অ্যালফাবেটের গুগল পে, অ্যান্ট গ্রুপের পেটিএম এবং ওয়ালমার্টের ফোন পে-কে কড়া টক্কর দিতে চাইছে হোয়াটসঅ্যাপ পে। এদিকে এই সবের মাঝেই গত মাস থেকে ব্যাপক ছাঁটাই চলছে মেটাতে। সংস্থার মোট কর্মীদের ১৩ শতাংশ বা ১১ হাজার জনকে চাকরি থেকে বের করেছে সংস্থা। খরচ কমাতে এবং ব্যবসার লাভ বাড়াতেই এই সিদ্ধান্ত সংস্থার। এই পরিস্থিতিতে পরপর শীর্ষ পর্যায়েত আধিকারিকরাও সংস্থা ছাড়ছেন একে একে।