KMC: দেশবন্ধু পার্কের সুইমিং পুল পুনরায় চালু করবে কলকাতা পুরসভা

দেশবন্ধু পার্কে অবস্থিত সুইমিং পুলটি কলকাতার বৃহত্তম এবং সবচেয়ে আধুনিক পুলগুলির মধ্যে অন্যতম। দীর্ঘদিন ধরে এই সুইমিং পুল অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। সেই পুলটি পুনরায় চালু করতে চায়ছে কলকাতা পুরসভা। পুরসভার পার্ক এবং উদ্যান বিভাগ এনিয়ে উদ্যোগী হয়েছে। এই সুইমিং পুল রক্ষণাবেক্ষণের জন্য একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করেছে কলকাতা পুরসভা।

জানা গিয়েছে, আগামী বছরের শুরুতে এই সুইমিং পুল চালু করার পরিকল্পনা রয়েছে। যে বেসরকারি সংস্থাকে এই পুলের রক্ষণা বেক্ষণের দায়িত্ব দেওয়া হবে তারা সাঁতারুদের কাছ থেকে ফি আদায় করতে পারবে।ফলে সেখান থেকেই আয় করতে পারবে বেসরকারি সংস্থা। দ্রুতই এনিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। তারপরে কোনও সংস্থা রাজি হলে সেই সংস্থাকে এই পুলের দায়িত্ব দেওয়া হবে। পুরসভা সূত্রের খবর, সুইমিং পুলটি একবার চালু হয়ে গেলে পার্ক এবং উদ্যান বিভাগের তরফ থেকে সেখানে একটি আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হবে।

পুরসভার পার্ক এবং উদ্যান বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, এপ্রিলে পরবর্তী সাঁতারের মরসুমের আগে সুইমিং পুল সংস্কার করে জলের ব্যবস্থা করা হবে। তারপরে সেটি চালু করা হবে। যদি কোনও বেসরকারী সংস্থা এগিয়ে আসে এবং পুরসভার প্রস্তাবে সাড়া দেয় তাহলে আগামী এপ্রিলের আগে সুইমিং পুলটি সংশ্লিষ্ট সংস্থাকে হস্তান্তর করা হবে বলে পুরসভার এক কর্মকর্তা জানিয়েছেন ৷ এর পাশাপাশি পার্কের মাঠে অবস্থিত মাঠে জল দেওয়ার জন্য আধুনিক পদ্ধতি অবলম্বন করা হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।