Kolkata Successful Robotic Renal Surgery Performed At RN Tagore Hospital Know In Details


কলকাতা: বয়স সত্তর পেরিয়েছে। শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। রয়েছে একাধিক কো-মর্বিডিটি। এমনই এক বৃদ্ধা দীর্ঘদিন ধরে ভুগছিলেন কিডনি সংক্রান্ত অসুখে। শুধু তাই নয়, রোগের তালিকা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। ওই বৃদ্ধা ভুগছেন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে (obstructive sleep apnea), রয়েছে মধুমেহ (diabetes), হাইপারটেনশন (hypertension), করোনারি আর্টারিয়াল ডিজিজও (Coronary arterial disease) রয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, ওই বৃদ্ধা ওবেসিটির সমস্যাতেও ভুগছেন। এরই সঙ্গে ছিল কিডনির সমস্যা। 

ঠিক কী সমস্যা?
চিকিৎসকরা জানাচ্ছেন, ওই রোগীর একটি কিডনি কাজ করছিল। বাঁ দিকের যে কিডনিটি কাজ করছিল তাতেই ছিল একটি টিউমার (3cm x 4cm x 2.5 cm)। ওই রোগীরই ডান দিকের কিডনি বছর দুয়েক আগেই অস্ত্রোপচার করে সরিয়ে দেওয়া হয়েছিল। ওই কিডনিতেও একটি বড়সড় টিউমার হওয়ায় বাদ দিতে হয়েছিল সেটি। ফলে এবার অস্ত্রোপচার অনেকটাই জটিল ছিল। কিডনিকে সক্রিয় রেখেই টিউমার বাদ দিতে হতো চিকিৎসকদের। সেই কাজটাই সফল হল কলকাতায়। কলকাতার মুকুন্দপুরের আর এন টেগোর হাসপাতালে  (RN Tagore Hospital) রোবোটিক লেফট সাইডেড পার্শিয়াল নেফ্রেকটমি করা হয়। যা সফল হয়েছে।

রোবোটিক সার্জারি:
জটিল অস্ত্রোপচার নির্ভুলভাবে করার জন্য রোবোটিক সার্জারির সাহায্য নেওয়া হয়। রোবটের সাহায্যে অস্ত্রোপচার করেন শল্য চিকিৎসকরা। আরও নিখুঁতভাবে অস্ত্রোপচারের জন্য়ই এই আধুনিক পদ্ধতি ব্যবহার করা হয়। সাধারণ পদ্ধতিতে অস্ত্রোপচারের তুলনায় অনেক বেশি ভালভাবে হয় এই পদ্ধতিতে। সাধারণত শরীরে অনেক কম ক্ষত সৃষ্টি করে এই অস্ত্রোপচার করা যায়। একটি ক্যামেরা আর্ম এবং একটি মেকানিক্যাল আর্ম-এর সাহায্যে এই অস্ত্রোপচার করা হয়। ওই আর্ম নিয়ন্ত্রণ করেন শল্যচিকিৎসকরা। 

কলকাতাতেই এই অস্ত্রোপচার:
এত জটিল এবং আধুনিক অস্ত্রোপচার হল কলকাতাতেই। কলকাতার আর এন টেগোর হাসপাতালে এই প্রযুক্তিতে ৭০ বছরের ওই রোগীর সফল অস্ত্রোপচার হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, টিউমার চিহ্নিত করে সেটি বাদ দেওয়া হয়েছে। কিডনির মূল ধমনী ঠিক রয়েছে। অস্ত্রোপচারের পর কিডনি ঠিকমতো কাজ করছে।

  

ইউরো-অঙ্কোলজি, রোবোটিক সার্জারির কনসালট্যান্ট চিকিৎসক সত্যদীপ মুখোপাধ্যায় বলেন, ‘রোবোটিক সার্জারি শুধুমাত্র যে নিরাপদ এবং কার্যকর তাই নয়, কিডনির জটিল অস্ত্রোপচারের জন্য এই পদ্ধতিই বেছে নেওয়া হয়। আমরা প্রায়শই এই অস্ত্রোপচার করে থাকি।’

কিডনি প্রতিস্থাপন বিভাগের প্রধান, সিনিয়র কনসালট্যান্ট চিকিৎসক দীপক শঙ্কর রায় বলেন, ‘ওই রোগী আমাদের বহির্বিভাগে যখন এসেছিলেন, তার আগেই তাঁর কিডনির টিউমার ধরা পড়েছে। আমাদের লক্ষ্য ছিল সেই টিউমার সরিয়ে কিডনির কার্যকারিতা ঠিক রাখা। আমাদের রোবোটিক সার্জারি টিম ওই কাজ করতে সফল হয়েছে।’

নারায়ণা হেল্থ পূর্ব ও দক্ষিণ এলাকায় সিওও আর ভেঙ্কটেশ (R Venkatesh) বলেন, ‘আমরা সফলভাবে রোবোটিক রেনাল সার্জারি সম্পন্ন করেছি। রোগী এখন ঠিক রয়েছেন। আমরা আমাদের চিকিৎসকদের জন্য গর্বিত।’

আরও পড়ুন: রক্তাল্পতায় ভুগছেন, পাতে এই খাবারগুলো থাকলেই কেল্লাফতে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator