Suvendu Adhikari: ‘সরকার বদল হবে, এমনটা বলিনি’, মন্তব্য শুভেন্দু অধিকারীর

শুভেন্দু অধিকারীর ‘ডিসেম্বর হুঙ্কারে’র তিনটি তারিখের প্রথমটি ছিল গতকাল, ১২ ডিসেম্বর। তবে সেদিন তৃণমূলের ‘দেখে নেওয়ার’ মতো কিছুই হয়নি। তবে এদিন হাজরায় মমতার বাড়ির থেকে ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে জনসভা করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। জনসভা থেকে এদিন নিজের দেওয়া ‘তারিখ’ বদল করেন শুভেন্দু। চলতি মাসের ১২, ১৪ ও ২১ তারিখে বড় কিছু ঘটবে বলে গত সপ্তাহেই দাবি করেছিলেন শুভেন্দু। কিন্তু তেমন কোনও ঘটনা সোমবার ঘটেনি। এরই মাঝে হাজরার জনসভা থেকে শুভেন্দু মন্তব্য করেন, ‘তিনটি তারিখ মানে সরকার পরিবর্তন হবে, একথা বলিনি।’

শুভেন্দু সোমবার বলেন, ‘আমি তিনটি তারিখ আপনাদের বলেছিলাম। ১২, ১৪ ও ২১ তারিখ। কেন বলেছিলাম? এই তিনটি তারিখ মানে সরকার পরিবর্তন হবে, একথা বলিনি। ৭০ জন নিয়ে আমরা অন্যের বিধায়কদের ভাঙিয়ে সরকার তৈরি করতে, এটা আমাদের দল মানে না, আমরা চাইও না।’ পাশাপাশি শুভেন্দু আরও বললেন, ডিসেম্বরে নয়, আগামী ১৩ জানুয়ারির মধ্যে ধরা পড়বে ধেড়ে ইঁদুর।

শুভেন্দু বলেন, ‘১২ ডিসেম্বরটা ১৩ জানুয়ারি হবে কিন্তু ১৪ ফেব্রুয়ারি হবে না।’ মমতার নাম না নিয়ে তাঁর কটাক্ষ, ‘আপনি ভয় পেয়েছেন। আপনি পুলিশের উপরের নির্ভর করে টিকে আছেন। ইয়ে ডর মুঝে আচ্ছা লগ রাহা হ্যাঁয়।’ এদিকে মমতা-অভিষেকের মেঘালয় সফর নিয়ে কটাক্ষ করে শুভেন্দু এদিন বলেন, ‘বাবুসোনা আপনি আজ কোথায় আছেন? একসঙ্গে মেঘালয় গিয়েছেন। ক’দিন আগে আমার হোমটাউনে সভা করতে গিয়েছিলেন। প্রচণ্ড উত্তেজিত হয়ে পকেটে হাত দিয়ে অনেক কথা বলেছেন। বলেছেন, আমি নাকি গদ্দার! আমি নাকি ল্যাজ গুটিয়ে ডায়মন্ড হারবার পালিয়েছি। তা বাবুসোনা আজ আপনি, আর যিনি আপনাকে আলালের দুলাল করেছেন, আপনারা আজ কোথায় পালিয়েছেন?’ পাশাপাশি শুভেন্দু তারিখ বদল নিয়ে আরও বলেন, ‘বাবুসোনা একাই এক হাজার কোটি টাকা খেয়ে নিয়েছেন। আজ (১২ ডিসেম্বর) আদালতে এই নিয়ে শুনানি হওয়ার কথা ছিল। তা পিছিয়ে গেল। তাই গুরুত্বপূর্ণ দিনটা ১৩ জানুয়ারি হয়েছে।’