পিসি সরকারের ম্যাজিক না কি? অযোগ্যদের নম্বর বাড়ানোর বহর দেখে বললেন বিচারপতি

নবম – দশম শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে ভাবে অযোগ্যদের নম্বর বাড়ানো হয়েছে তাকে পিসি সরকারের ম্যাজিকের সঙ্গে তুলনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার বিস্ময় প্রকাশ করে আদালতে এই মন্তব্য করেন তিনি। সঙ্গে OMR শিটে প্রাপ্ত নম্বর সঠিক বলে দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছেন ১২ জন। তাদের মামলায় যুক্ত করে হলফনামা দিতে বলেছেন বিচারপতি।

এই মামলায় আগেই স্কুল সার্ভিস কমিশনের কীর্তি ফাঁস করেছে সিবিআই। তারা জানিয়েছে, গাজিয়াবাদের যে সংস্থাকে ওএমআর শিট স্ক্যান করতে দেওয়া হয়েছিল সেখানে শূন্য পাওয়া প্রার্থীদের নম্বর বাড়িয়ে করা হয়েছে ৫৩। এরকম প্রতিটি ক্ষেত্রে বেড়েছে নম্বর। এর পরই ২ দফায় ২২৩ জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করে SSC. তার মধ্যে ৪০ জনের OMR শিট প্রকাশ করেছে তারা। যাতে দেখা গিয়েছে দুর্নীতির বহর। এদিন এব্যাপারে নিজেদের বক্তব্য জানাতে ওঠেন SSC-র আইনজীবী। তখনই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ওএমআর শিটে ১ – ২ পাওয়া প্রার্থীদের নম্বর কমিশনের সার্ভারে বেড়ে হয়ে গেল ৫০-এরও বেশি। পিসি সরকার জুনিয়র না সিনিয়র? কার হাতের ছোঁয়ায় হঠাৎ এত নম্বর বেড়ে গেল?

এদিন ১২ জন বহিষ্কৃত প্রার্থী তাদের OMR শিটে প্রাপ্ত নম্বর বৈধ বলে দাবি করে আদালতে আবেদন করেন। তাদের প্রত্যেককে হলফনামা দিতে বলেছেন বিচারপতি। ২০ ডিসেম্বর ফের মামলাটি শুনবেন তিনি।