লন্ডনে ভারতীয় নার্স ও তাঁর দুই সন্তানকে কুপিয়ে খুন, ঘরেই ছিল আততায়ী?

রমেশ বাবু

কেরল থেকে ব্রিটেনে নার্সের চাকরি করতে গিয়েছিলেন এক মহিলা। আর সেখানেই ওই নার্স ও তাঁর দুই শিশু সন্তানকে খুন করার অভিযোগ। লন্ডন থেকে প্রায় ১১০ কিমি দূরে কেটেরিং বলে একটি এলাকায় এই ঘটনা। পুলিশ ইতিমধ্যে এই নার্সের স্বামী সি রাজুকে গ্রেফতার করেছে। তবে এই ঘটনায় আরও কেউ যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে সেখানকার ভারতীয় কমিউনিটি এই ঘটনায় বাকরুদ্ধ।

লন্ডনের রিপোর্ট অনুসারে বেলা ১১টা ১৫ মিনিট নাগাদ( ভারতীয় সময় বিকাল ৫টা) এই ঘটনা হয়। নর্থদাম্পটনসায়ার পুলিশ সুপারিন্টেডেন্ট স্টিভ ফ্রিম্যান জানিয়েছেন,ওই মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। শিশুদের পরে মৃত্য়ু হয়।

মৃতের নাম অঞ্জু(৪২)। তার ছেলের বয়স ছিল ৬ বছর। মেয়ের বয়স ৪ বছর। তাদের ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। প্রতিবেশীরাই আর্তনাদের শব্দ শুনে পুলিশকে জানিয়েছিল।

সঞ্জুর বাবা পি অশোকন জানিয়েছেন, আমার জামাই রগচটা টাইপের ছিল। কিন্তু সে যে এমন কাণ্ড ঘটাবে তা বুঝতে পারিনি। মেয়ে দুবছর আগে ওখানে গিয়েছিল। মাস ছয়েক আগে থেকে ও টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিল। এরপর টেলিফোনে কথা বলাও বন্ধ করে দিয়েছিল।

আসলে সাজু সৌদিতে কারজ করত। অঞ্জু লন্ডনে যাওয়ার পরে সে বাচ্চা নিয়ে ওখানে চলে যায়। পরে শুনেছিলাম সাজু ডেলিভারি বয়ের কাজ পেয়েছে। তবে তাদের মধ্যে কোনও সমস্যা ছিল বলে শোনা যায়নি।

পুলিশ স্থানীয় মিডিয়াকে জানিয়েছে, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তবে যাতে ন্যায় বিচার মেলে তার জন্য গোয়েন্দারা কাজ করে যাচ্ছেন। ইংল্যান্ডের পেপারে তেমন খবর প্রকাশিত হয়েছে।