সোনারপুরে উপপ্রধানের শাশুড়ি, দেবরের নাম আবাস যোজনার তালিকায়

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বণ্টনে ফের স্বজনপোষণের অভিযোগ তৃণমূলি জনপ্রতিনিধির বিরুদ্ধে। এবার কাঠগড়ায় সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলি উপপ্রধানের বিরুদ্ধে শাশুড়ি ও দেবরকে ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ অস্বীকার করে উপপ্রধানের দাবি, শাশুড়ি ও দেবর কাঁচা বাড়িতে থাকেন। তারা ঘর পাওয়ার যোগ্য।

সম্প্রতি সোনারপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দীপক ঢালির বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনায় স্বজনপোষণের অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, মা ও ভাইকে ঘর পাইয়ে দিয়েছেন তিনি। এবার একই অভিযোগ উঠল ওই পঞ্চায়েত সমিতিরই অধীন প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে। অভিযোগ, উপপ্রধানের শাশুড়ি ও দেওর ২ জনেই ঘর পেয়েছেন।

এই নিয়ে মামুদা বিবি বলেন, আমার শাশুড়ি ও দেবর খুবই গরিব। তারা আলাদা মাটির বাড়িতে থাকেন। তারা ঘর পাওয়ার যোগ্য। আপনারা গিয়ে দেখতে পারেন। উপপ্রধানের আত্মীয় বলে কি যোগ্য হলেও ঘর দেওয়া যাবে না?

যদিও এই নিয়ে সরব হয়েছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, একের পর এক অভিযোগ আসছে তৃণমূলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। গোটা তালিকায় শুধু তৃণমূল নেতাদের আত্মীয় স্বজনেরই নাম। প্রকৃত উপভোক্তাদের নাম সেখানে নেই। এর আগে পূর্ত কর্মাধ্যক্ষের পরিবারের সদস্যদের নাম পাওয়া গিয়েছিল। এবার উপপ্রধানের পরিবারের সদস্যদের নাম পাওয়া গেল। মামুদা বিবি জানিয়েছেন, গ্রামবাসীদের আপত্তি থাকলে তালিকা থেকে নাম বাদ দেবেন তিনি।