Calcutta Medical College: মেডিক্যালের পড়ুয়াদের পাশে দাঁড়াতে ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসলেন অভিভাবকরা

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনড় রয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। গত বৃহস্পতিবার থেকে এই দাবিতে তাঁরা অনশন করছেন। তবে এখনও পর্যন্ত নির্বাচন নিয়ে স্বাস্থ্য ভবন থেকে কোনও সবুজ সংকেত আসেন কলকাতা মেডিক্যাল কলেজের কাছে। এই অবস্থায় অনশনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন তাঁদের অভিভাবকরা। আজ সকাল ৯টা থেকে ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসেন তাঁরা।

কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়াদের অনশন আজ এক সপ্তাহ পড়ল। তারপরেও নির্বাচন নিয়ে জট কিছুতেই কাটছে না। কলকাতা মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেছেন পড়ুয়াদের অভিভাবকরা। তাঁরা আজ বৃহস্পতিবার রাত ৯ টা পর্যন্ত আন্দোলনরত পড়ুয়াদের সমর্থনে প্রতীকী অনশন চালাবেন বলে জানা গিয়েছে। এরপরেও যদি ২২শে ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচন না তাহলে পড়ুয়ারা আরও জোরদার আন্দোলন করবেন। পড়ুয়ারা জানিয়েছেন, আগামী শনিবার প্রশাসনিক ভবনের সামনে নাগরিক কনভেশন করবেন।

গত মঙ্গলবার নির্বাচন নিয়ে স্বাস্থ্য ভবনে বৈঠক হওয়ার কথা থাকলেও বৈঠক হয়নি। নির্বাচনের দাবিতে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন মেডিক্যালের পড়ুয়ারা। তাঁদের মিছিলে যোগ দেন প্রেসিডেন্সি, বিশ্বভারতী, যাদবপুর, কলকাতা এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম প্রথমে পড়ুয়াদের অনশন প্রত্যাহারের আর্জি জানান। পরে স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পড়ুয়াদের সঙ্গে কথা বলে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানান। কিন্তু, কার্যত খালি হাতেই ফিরতে হয়েছিল স্বাস্থ্যমন্ত্রীকে। এরপরেই স্বাস্থ্যভবন থেকে স্পষ্ট করে দেওয়া হয়, রোগীদের স্বার্থে হাসপাতালের ভিতরে কোনও রকমের আন্দোলন করা যাবে না। তবে স্বাস্থ্য ভবনের তরফ থেকে এ কথা জানানো হলেও ২২ ডিসেম্বরেই নির্বাচনের দাবিতে অনড় রয়েছেন পড়ুয়ারা।