Fire: কলকাতার ৪৯০টি গুদামে আগুন লাগার পরিস্থিতি: ফায়ার সেফটি অডিট রিপোর্ট

ঘিঞ্জি এলাকায় গুদাম। আগুন লাগলে ভয়াবহ পরিস্থিতি। এবার তা নিয়ে ভয়াবহ তথ্য় এল ফায়ার সেফটি অডিটে। সেখানে বলা হচ্ছে, কলকাতা শহরে ৬৫০র বেশি গুদামঘর বেআইনিভাবে চলছে। মুখ্য়মন্ত্রীর নির্দেশ মেনেই এই ফায়ার সেফটি অডিট। আর সেখানেই উঠে এল ভয়াবহ তথ্য।

গত মার্চ মাসে ট্যাংরায় একটি বিরাট গুদামে আগুন লাগে। এরপর পুড়ে খাক হয়ে যায় গুদামটি। আগুন নেভাতে ঝামেলায় পড়ে দমকল। এরপর ঘিঞ্জি এলাকায় থাকা গুদামকে ঘিরে ওঠে প্রশ্ন।এই গুদাম নিয়ে সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৯ মাস ধরে সেই সমীক্ষা চলে। এরপরই সেই সমীক্ষায় দেখা গিয়েছে সাড়ে ৬০০র বেশি গুদামে অনেক কিছুরই সুরক্ষা ব্যবস্থার বালাই নেই। আর কী কী নেই এখানে?

রিপোর্টে উল্লেখ করা হয়েছে কার্যত বেআইনীভাবে চলছে এই গুদাম। বৈধ কাগজও নেই অন্তত ৫৯৯টি ক্ষেত্রে। ৪৯০টি ক্ষেত্রে যে কোনও সময় আগুন লাগার মতো পরিস্থিতি রয়েছে। রীতিমতো বিপজ্জনক।এর জেরে সুরক্ষার অভাব গোটা এলাকাতেও। এবার কী করবে রাজ্য় সরকার?

দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, কারও কারখানা বন্ধ করার পক্ষপাতী আমরা নই। আমরা প্রথমে নোটিশ ধরাব। এরপরেও আইন মেনে না চালানো হলে এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন রয়েছে।

কিন্তু বাস্তবে কতটা ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে অবশ্য় সংশয়টা থেকেই গিয়েছে শহরবাসীর অন্দরে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম অবশ্য জানিয়েছেন, ট্যাংরা, তিলজলায় কোথায় আগুন লাগছে সেটা নিয়ে আমরা সার্ভে করেছি। কোথায় আগুন লাগার আদর্শ জায়গা তা চিহ্নিত করা হয়েছে। এমন ৪৯০টি জায়গাতে চিহ্নিত করা হয়েছে।