KIFF 2022: মঞ্চে মমতা, অরিজিতের গানে ‘গেরুয়া,’ লুফে নিয়েছে BJP, মিমের ছড়াছড়ি

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে কার্যত চাঁদের হাট বসেছিল কলকাতায়। গুণী মানুষরা এসেছিলেন সেখানে। উপস্থিত ছিলেন গায়ক অরিজিৎ সিং। সেই মঞ্চে খোদ মুখ্য়মন্ত্রী অরিজিৎকে গান গাওয়ার অনুরোধ করেছিলেন। মঞ্চে গান গাইতে এসে অরিজিতের কথায়,……রং দে তু মোহে গেরুয়া। অনেকের হৃদয়ে ঝড় তোলা একটি গান। আর সেই গানই যেন অস্ত্র তুলে দিল বিরোধী শিবিরকে। আসলে ওই যে গেরুয়া শব্দটা। ওটা নিয়েই চলছে জোর কাটাছেঁড়া।

অরিজিতের গানের কথা কার্যত তুলে এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, গেরুয়া মানেই তো স্বামী বিবেকানন্দ, গেরুয়া মানেই তো সনাতন, গেরুয়া মানেই শৌর্যের প্রতীক, গেরুয়া মানে ঋষি মুনিদের দেশ ভারতবর্ষ। কার্যত উল্লসিত বিজেপি শিবির। খোদ অরিজিতের মুখে গেরুয়া। সেটাও আবার মুখ্য়মন্ত্রীর সামনে।

আর অরিজিতের এই গান নিয়ে আসরে নেমে পড়েছেন নেটিজেনরা। সোশ্য়াল মিডিয়ায় ঘুরছে নানা মিম। সেখানে শুধুই সেই গেরুয়ার প্রসঙ্গ। আসলে অরিজিৎ সেদিন জানিয়েছিলেন, একটা গান গেয়ে দিই, তাহলে ল্যাটা চুকে যাবে। একেবারে চিরচেনা, না বদলানো, সাদাসিধে অরিজিৎ। এভাবেই অরিজিৎকে দেখতে অভ্যস্ত তাঁর ফ্য়ানেরা। এরপরই তিনি রাজ চক্রবর্তী পরিচালিত ছবির একটি গান ধরেন। আর পরের গানেই, রঙ দে তু মোহে গেরুয়া…মঞ্চে তখন শাহরুখ। মঞ্চে তখন মুচকি হাসি।

আর সেই গানের দুকলিই যেন ঝড় তুলে দিয়েছে বঙ্গ রাজনীতিতে। মাঠে নেমে পড়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। পালটা ব্যাট ধরেছেন তৃণমূলের বিধায়ক মদন মিত্রও। শিল্পীকে সম্মান জানিয়ে কড়া ভাষায় তিনি বিঁধেছেন বিজেপি শিবিরকে।