Killing diseases in male: বয়স বাড়ছে? এই মারণরোগের ব্যাপারে সময় থাকতে সতর্ক হন, নয়তো বাড়বে বিপদ

বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নানারকম রোগ দেখা দিতে থাকে। কমবেশি বয়স ৩০ এর কোঠা পেরোলেই একাধিক রোগ দেখা দিতে থাকে। পুরুষদের শরীরের এমন নানা সমস্যা দেখা দিতে থাকে। এর ফলে বেশ কিছু বিধিনিষেধের মধ্যেও থাকতে হয় তাদের।

চিকিৎসকের কথায়, রোজকার কিছু খারাপ অভ্যাস কম বয়স থেকেই থাকে। এগুলি পরবর্তীকালে বেশ কয়েকটি গুরুতর রোগের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞরা জানান বয়স হলে সাধারণ কিছু রোগের পাশাপাশি ক্যানসারের মতো গুরুতর রোগও দেখা দিতে পারে।

১. প্রস্টেট ক্যানসার: পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি যে ক্যানসারগুলি দেখা যায়, তার মধ্যে অন্যতম হল প্রস্টেট ক্যানসার। বিশেষজ্ঞদের কথায়, বয়সের সঙ্গে সঙ্গে এই রোগের আশঙ্কা বাড়তে থাকে। তাই চিকিৎসকরা বছরে একবার করে পিসিও সিরাম টেস্ট করার পরামর্শ দেন। এতে রোগটি গোড়াতেই ধরা পড়ে যায়।

২. কলো-রেক্টাল ক্যানসার: পুরুষদের মধ্যে দ্বিতীয় যে ক্যানসারটি সবচেয়ে বেশি দেখা যায়, সেটি কলো-রেক্টাল ক্যানসার। অন্ত্রের যে কোনও অংশে এমনকী মলদ্বারেও এই ক্যানসার হতে পারে। কোলন ও রেক্টামে হয় বলে ক্যানসারটির এমন নামকরণ করা হয়েছে। চিকিৎসকদের কথায়, মূলত অনিয়মিত ও অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া থেকেই এমন রোগ দেখা দেয়। এছাড়়াও অতিরিক্ত ওজন থেকেও এমন সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের কথায়, বয়স ৪৫ বছর পেরোলে এই রোগ নির্ণয়ে নিয়মিত পরীক্ষা করানো উচিত। এই ধরনের পরীক্ষার মধ্যে মল পরীক্ষা, কোলনস্কোপির মতো বেশ কিছু পরীক্ষা থাকে।

৩. হৃদরোগ, ডায়াবিটিস ও উচ্চ রক্তচাপ: ক্যানসারের পাশাপাশি এই সব কটি রোগই এখন পুরুষদের জীবনের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। এর মধ্য়ে ডায়াবিটিস যে কোনও বয়সেই দেখা দিতে থাকে। বর্তমানে ভারতে হার্ট অ্যাটাকের গড় বয়স কমে ২০ তে এসে ঠেকেছে। এতে ২৫ শতাংশ পুরুষের হার্ট অ্যাটাক ৪০ বছরের কমেই হয়। বিশেষজ্ঞদের কথায়, এর প্রধান কারণ অনিয়মিত জীবনযাপন, ধূম ও মদ্য়পান। অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়ার জন্য এই রোগগুলির আশঙ্কা আরও বেড়ে যায়।