SSC Scam: ‘আদালত কোনও চিলড্রেন পার্ক নয়’, কড়া বার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

ফের নিয়োগ দুর্নীতি মামলায় কড়়া বার্তা দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।  পর্ষদের আইনজীবীর সামনেই তিনি মন্তব্য করেন বলে খবর। সূত্রের খবর. তিনি জানিয়েছেন, হাজার হাজার পরীক্ষার্থী রাস্তায় বসে চোখের জল ফেলছেন। আর বেআইনি চাকরি পাওয়া অভিযুক্ত, নকল শিক্ষকরা আদালতে দেরিতে আসছেন। আদালত কোনও চিলড্রেন পার্ক নয়।

একেবারে কড়া বার্তা দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিকে ২৬৮জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল আদালত। এরপর হাইকোর্টের নির্দেশের ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। এতে কিছুটা হলেও স্বস্তি পান তারা। এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছিল, চাইলে ওই শিক্ষকরা স্কুলে যেতে পারেন। 

এদিকে চাকরির সমর্থনে ১২৭জন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে আবেদন জানিয়েছিলেন। কিন্তু দেখা গিয়েছে ১০জন শিক্ষকের ঠিকানায় বিভ্রান্তি রয়েছে। ডাক বিভাগের মাধ্যমেও তাদের ঠিকানায় যোগাযোগ করা যায়নি। তাদের কাছে পৌঁছন যাচ্ছে না আদালতের নথি। সমস্যা বাড়ছে এখানে। এরপরই নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের এনিয়ে দায়িত্ব নিতে হবে। থানার মাধ্যমে তাদের নথি পৌঁছনর ব্যবস্থা করতে হবে। এবার ২২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে।

এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী আদালতে জানিয়ে দেন, ১০ শিক্ষকের বাড়িতে মামলার নথি পৌঁছন যাচ্ছে না। তাদের ঠিকানা অসম্পূর্ণ রয়েছে।এরপরই এনিয়ে পুলিশের সহায়তা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে এবার তাদের ঠিকানা পাওয়া যায় কি না সেটাই দেখার। পাশাপাশি এই মামলার জল কতদূর গড়়ায় সেটাই এখন দেখার।