Vineet Goyal: গত বছরের তুলনায় এ বছর দুর্ঘটনা অনেক কম হয়েছে, দাবি পুলিশ কমিশনার বিনীত গোয়েলের

এক সপ্তাহে পর পর তিনবার দুর্ঘটনা ঘটল মা ফ্লাইওভারে, তা সত্ত্বেও পুলিশ কমিশনার বিনীত গোয়েলের দাবি, কোভিডের বছরগুলির তুলনায় এ বছর পথ দুর্ঘটনা অনেক কম হয়েছে। দুর্ঘটনা রুখতে একাধিক পদক্ষেপ করেছে পুলিশ। কমিশনার জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বরও সেই সব পদক্ষেপ বজায় থাকবে, পাশাপাশি থাকবে বাড়তি নজরদারি।

শুক্রবার সকালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। গাড়ির গতি এতাটাই ছিল যে তা ডিভাইডারে ধাক্কা মেরে অন্য লেনে চলে যায়। এক সপ্তাহের মধ্যে পরপর তিনটি পথ দুর্ঘটনায় হওয়ায় প্রশ্ন উঠেছে, নজরদারির অভাবেই কী বারবার পথ দুর্ঘটনা হচ্ছে?

তবে বিনীত গোয়েল শুক্রবারের দুর্ঘটনাকে ‘ছোটখাটো’ বলে মন্তব্য করে জানিয়েছেন, যান চালাচলের উপর পুলিশের কড়া নজরদারি বহাল আছে। সে কারণে শহরে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমেছে। তা কোভিডের বছর বা তার আগের বছরের তুলনায় অনেকটাই কম। তাঁর কথায়,’গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য সক্রিয় রয়েছে পুলিশ। নাকা চেকিং চলছে। ফ্লাইওভারের উপর তো নাকা চেকিং করা যায় না। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করছি।’

সামনে ২৫ ডিসেম্বর। সেদিন কী আলাদা কোনও ব্যবস্থা নেওয়া হবে? এই প্রশ্নের উত্তরে পুলিশ কমিশনার বলেন,’আমরা সব রকম ভাবে প্রস্তুত থাকব। রাজ্যবাসীকে সুরক্ষার কথা মাথায় রেখে আমরা কাজ করছি। ‘