টাইম হো গিয়া, আচ্ছে দিন আসছে, শাহের সঙ্গে বৈঠকের পর দাবি সুকান্ত – শুভেন্দুর

অমিত শাহ কলকাতা ছাড়তেই ফের তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির ২ শীর্ষনেতা সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। শুক্রবার রাতে দলের রাজ্য দফতরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দলীয় নেতৃত্বের বৈঠকের কথা উল্লেখ করে একযোগে হুঁশিয়ারি দিলেন তাঁরা। তাঁদের দাবি, ‘বাংলার আচ্ছে দিন আসছে। চোর – ডাকাতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে।’

এদিন দমদম বিমানবন্দরে সুকান্ত মজুমদার বলেন, ‘সাংগঠনিক আলোচনা হয়েছে। সঙ্গে আগামী দিনে পার্টি কোন পথে এগোবে তা নিয়ে কথা হয়েছে। এছাড়া উনি কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যে কথাগুলো আমি হয়তো সরাসরি মিডিয়ার সামনে বলতে পারব না। আগামীতে বাংলার জন্য ভালো দিন আসছে। বাংলার আচ্ছে দিন আসতে চলেছে’।

শুভেন্দু অধিকারী বলেন, ‘কালকের বৈঠকের একটা কথা আমি বলতে পারি। কে বলেছে আমি বলব না। সেটা হল, টাইম হো গিয়া। অর্থাৎ পশ্চিমবঙ্গে বড়বড় চোর, ডাকাত, অত্যাচারীরা, পরিবারতন্ত্র ও তোষণের আমদানি করা লোকেদের বিরুদ্ধে আইন মেনে যা যা ব্যবস্থা গ্রহণ করা উচিত সেটা করা হবে। এব্যাপারে আমরা আশ্বস্ত। আমরা কালকের বৈঠকের পর উৎসাহিত’।

শুক্রবার নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগ দেওয়ার পর চোদ্দ তলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করেন অমিত শাহ। প্রায় ২০ মিনিটের সেই বৈঠকের পর ফের সেটিং তত্ত্বে সরব হয়েছে বাম কংগ্রেস। সেই জল্পনায় জল ঢালতেই কি একযোগে চেষ্টা সুকান্ত – শুভেন্দুর?