Argentina Vs France: Which Team Had The Upper Hand In Head To Head Encounters In World Cup


দোহা: রাত পোহালেই বিশ্বকাপ ফাইনাল (FIFA WC 2022 Final)। আর্জেন্তিনার মুখোমুখি হচ্ছে ফ্রান্স (Argentina vs France)। অনেকেই এই ম্যাচকে দুই মহাতারকা লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপের লড়াই হিসাবে দেখছেন। একদিকে নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি এমবাপের কাছে, অপরদিকে বিশ্বকাপে নিজের শেষ ম্যাচে বিশ্বজয়ের জয়ের সুযোগ মেসির সামনে। লুসেইল স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল। তবে ইতিহাস কার দিকে ঝুঁকে? বিশ্বকাপে অতীত সাক্ষাৎকারে ফ্রান্স না আর্জেন্তিনা, কোন দল এগিয়ে?

১৯৩০ বিশ্বকাপ

বিশ্বকাপের মঞ্চে ফ্রান্স ও আর্জেন্তিনা মোট তিনবার একে অপরের মুখোমুখি হয়েছে। মুখোমুখি সাক্ষাতে কিন্তু আর্জেন্তিনাই এগিয়ে। তিনটি ম্যাচের মধ্যে দুইটিতে জিতেছে লা আলবিসেলেস্তে ও একটি ম্যাচ জিতেছে লা ব্লাঁ। দুই দল প্রথমবার ১৯৩০ বিশ্বকাপে প্রথমবার একে অপরের মুখোমুখি হয়েছিল। উরুগুয়েতে আয়োজিত ওই বিশ্বকাপে ১-০ গোলে জিতেছিল আর্জেন্তিনা। ম্যাচের ৮১ মিনিটে লুইস মন্তি গোল করেন। এই ম্যাচ হারার পর ফ্রান্স বিশ্বকাপে বেশিদূর এগোতে পারেনি। শুরুর দিকেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল তাঁরা।

১৯৭৮ বিশ্বকাপ

বিশ্বকাপে দুই দলের পরবর্তী সাক্ষাৎকার হয় ৪৮ বছর পর ১৯৭৮ সালে। এই ম্যাচেও জয়ী হয় আর্জেন্তিনাই। ২-১ গোলে পরাজিত হয়ে এবারও বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় ফ্রান্স। ড্যানিয়েল পাসারেলা গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে মিশেল প্লাটিনি ফ্রান্সকে সমতায় ফেরান বটে, তবে ৭৪ মিনিটে লিওপল্ডর গোলে আর্জেন্তিনা ম্যাচ জিতে যায়।

২০১৮ বিশ্বকাপ

সেই সাক্ষাৎকারের ৪০ বছর পর, গত বিশ্বকাপে ফের দুই দল মুখোমুখি হয়েছিল। এই ম্যাচটি ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে দুই অনবদ্য গোল এবং এমবাপের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য। এমবাপে এই ম্যাচে জোড়া গোল করেন। ফ্রান্সের বক্সের সামনে থেকে আর্জেন্তিনা বক্স পর্যন্ত রক্ষণভেদী এক দুরন্ত দৌড়ে একাধিক আর্জেন্তাইন খেলোয়াড়কে নিজের গতির মাধ্যমে পরাস্ত করেন এমবাপে। শেষ পর্যন্ত এমবাপেকে পেনাল্টি বক্সে ফাউল করায় পেনাল্টি পায় ফ্রান্স। শেষমেশ ৪-৩ গোলে ম্যাচ জিতে নেয় ফ্রান্স। টুর্নামেন্ট শেষে বিশ্বকাপটাও এমবাপেদের হাতেই উঠে।

এবার চতুর্থবার বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে দুই দল। ফ্রান্স না আর্জেন্তিনা, কোন দল নিজেদের তৃতীয় বিশ্বকাপ ঘরে তোলে, এবার সেটাই দেখার।

আরও পড়ুন: মেসি, মারাদোনা নাকি অন্য কেউ, কার চোখে কে সেরা?